বাংলাহান্ট ডেস্ক : সস্তায় খাদ্যদ্রব্য সরকারের থেকে পাওয়ার জন্য রেশন কার্ড (Ration Card) আবশ্যিক। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার জানায় রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক। কিন্তু এখনও অনেকে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাননি।
রেশন কার্ডের ক্যাটাগরী অনুযায়ী সরকারের পক্ষ থেকে গ্রাহকরা প্রতি মাসে ন্যায্য মূল্যে রেশন পেয়ে থাকেন। এতদিন পর্যন্ত বহু রেশন কার্ড হোল্ডার বিনামূল্যে খাদ্যদ্রব্য পাচ্ছিলেন সরকারের কাছ থেকে। সাম্প্রতিককালে বিনামূল্যে খাদ্যদ্রব্য পাওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়।
বলা হয় রেশন কার্ডের সাথে অবশ্যই আধার লিঙ্ক করাতে হবে। রেশনে বেনিয়ম রুখতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় চলতি বছরের ৩০ শে জুনের মধ্যে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক সবাইকে করতেই হবে। যারা এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাননি তারা আর বিনামূল্যে খাদ্যদ্রব্য পাবেন না।
প্রথমে সরকার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার সময়সীমা ৩১ শে মার্চ অব্দি বেধে দেয়। তারপর সময়সীমা বর্ধিত করে ৩০ শে জুন করা হয়। কিন্তু সরকারের বেধে দেওয়া সময়ের পরেও যারা রেশন এর সাথে আধার লিঙ্ক করাননি তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সরকারের নিয়ম অনুযায়ী এবার থেকে সেইসব গ্রাহকরা রেশনের খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত হবেন।
এর আগে সরকার বহুবার নির্দেশিকা জারি করে রেশনের সাথে আধার লিঙ্ক করার আবেদন জানায়। কিন্তু অনেক গ্রাহক তাতে কর্ণপাত করেননি। আবার বহু অসাধু ব্যবসায়ী ও গ্রাহক আইনের ফাঁক গোলে কালোবাজারি করে সরকারি রেশন আত্মসাৎ করতেন। তাই রেশন দপ্তরকে কালোবাজারিদের হাত থেকে বাঁচাতে সরকার আধার লিঙ্ক বাধ্যতামূলক করে।