বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দোরগোড়ায় পঞ্চায়েত ভোট (Panchayat Election), অন্যদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। লোকসভায় মোদী শক্তিকে রুখতে মহাজোট করেছে বিরোধীরা। বাম, কংগ্রেস, তৃণমূল সব মিলেমিশে একাকার। তবে রাজ্যের চিত্রটা কী! জাতীয় স্তরে এক কথা বলেও বাংলায় বিজেপি-কে সাহায্য করার জন্য ফের মমতার (Mamata Banerjee) নিশানায় সিপিএম এবং কংগ্রেস (CPM-Congress)।
মঙ্গলবার এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বড় বোমা ফাটালেন মমতা। তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট অভিযোগ, এ রাজ্যে গেরুয়া দল বিজেপির পৃষ্ঠপোষকতায় সিপিএমটা বড্ড বার বেড়েছে৷ তবে সংগঠনের বিষয়ে নয়, দৃশ্য দূষণ, শব্দ দূষণে৷ সিপিএম আমলে চোখের সামনে একের পর এক ঘটনা দেখেছি৷
সিপিএম-র পাশাপাশি বাদ যায়নি কংগ্রেসও। জাতীয় স্তরে জোটের কথা দিলেও দিন নাম না করে এদিন কংগ্রেসের রাজ্য স্তরের নেতাদেরও জোর আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার প্রশ্ন, জাতীয় স্তরে এক কথা বলে বাংলায় কেন দুই দল অন্য অবস্থান নিচ্ছে তা। এই বিষয় যে মোটেও ভালো চোখে দেখছেন না তৃণমূল নেত্রী তা সোজাসুজিই বুঝিয়ে দিলেন নিজের কথায়।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর আক্রমণের তালিকা থেকে বাদ যায়নি আইএসএফও। মমতার অভিযোগ, বিজেপি-র আর্থিক মদতে পুষ্ট হয়েই আইএসএফ তৈরি হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘সিপিএম কংগ্রেস যে কথা দিল্লিতে জাতীয় স্তরে বলছে সেকথা রাজ্যেও ওদের মেনটেন করা উচিত৷ ওদের কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই এতে বাহবা দেবেন না৷ ওদের লোকাল লিডাররা নিজেদের ভগবানের বাবা ভাবে৷ সাম্প্রদায়িক কথা বলছে৷ ওদের মণিপুর দেখে কিছু শিক্ষা নেওয়া উচিত৷’
পাশাপাশি রাজ্যে বিরোধী সিপিএম, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক যতই তিক্ত হোক না কেন, ‘মহাজোটে’র দ্বিতীয় বৈঠকে যোগ দিতে যে তিনি বেঙ্গালুরুতে নিশ্চিত যাচ্ছেন সেকথা সাফ জানান তৃণমূল সুপ্রিমো।