বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পৌঁছে আসন্ন টেস্ট সিরিজের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে। আগামী ১২ ই জুলাই থেকে শুরু হতে চলা এই সিরিজে নামার আগে আজ তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি “স্যার গারফিল্ড সোবার্স” (Sir Garfield Sobers)। বিশ্ব ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের সাথে দেখা করার সুযোগ পেয়ে শুভমান গিলদের (Shubman Gill) মুখের উজ্জ্বলতা ছিল চোখে পড়ার মতো।
আজ ভারতের এই অনুশীলন চলাকালীন দুই পক্ষের মধ্যে সাক্ষাৎটি হয়েছিল। ৮৬ বছর বয়স্ক গারফিল্ড সোবার্স প্যাভিলিয়নের ঠিক পাশেই উপস্থিত হয়েছিলেন। এরপর একে একে রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং দলের অন্যান্য সদস্যরা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তির সাথে সাক্ষাতের অভিজ্ঞতা অর্জন করেছিলেন।
বিসিসিআইয়ের তরফ থেকে আপলোড করা এই সাক্ষাতের সংক্ষিপ্ত ভিডিওটি এখন সারা ইন্টারনেট জুড়ে ভাইরাল। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় যেভাবে প্রতিভাবান শুভমান গিলকে সোবার্সের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন তা মনে ধরেছে সকলের। ভিডিওটি শুরু হয়েছিল অধিনায়ক রোহিতের সঙ্গে ক্যারিবিয়ান কিংবদন্তীর সাক্ষাতের মধ্যে দিয়ে। এরপর অজিঙ্কা রাহানেও তার সঙ্গে দেখা করেন এবং দুজনেই এই কিংবদন্ত থেকে তাদের অনুশীলনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।
এরপর রাহুল দ্রাবিড় প্রতিভাবান ভারতীয় তরুণ শুভমান গিলের সঙ্গে সাক্ষাৎ ঘটান সোবার্সের। ভারতীয় কোচ শুভমানকে আসন্ন প্রজন্মের ক্রিকেট জগতের প্রতিভাবান এক তারকা বলে পরিচয় করিয়ে দেন তার সাথে। শুভমান গিলও লাজুক মুখে করমর্দন করেন তার সাথে।
In Barbados & in the company of greatness! 🫡 🫡#TeamIndia meet one of the greatest of the game – Sir Garfield Sobers 🙌 🙌#WIvIND pic.twitter.com/f2u1sbtRmP
— BCCI (@BCCI) July 5, 2023
এরপর বিরাট কোহলি নিজে থেকে এগিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগেও ২০১৬ সালে একবার দুই কিংবদন্তি একে অপরের মুখোমুখি হয়েছিলেন। বিরাটের সঙ্গে বেশ কিছুক্ষণ হেসে কথাবার্তা বলতে দেখা যায় ক্যারিবিয়ান তারকাকে। প্রত্যেক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নিজের স্ত্রী-এর পরিচয়ও করিয়ে দেন তিনি।