বাংলাহান্ট ডেস্ক: ফেলুদা (Feluda) এবং ব্যোমকেশ (Byomkesh) এই দুই চরিত্রই বাঙালির বড় প্রিয়। বইয়ের পাতায় থাকা দুই কাল্পনিক চরিত্র অনেক দিন আগেই সেলুলয়েডের পর্দায় উঠে এসেছে। ভিন্ন ভিন্ন অভিনেতারা ধরা দিয়েছেন দুই গোয়েন্দার চরিত্রে। আর কিছুদিনের অপেক্ষা তারপরেই ব্যোমকেশ হিসেবে বড়পর্দায় দেখা যাবে দেবকে (Dev)। সেই ছবি মুক্তির আগেই এবার ফেলুদা হওয়ারও ইচ্ছা প্রকাশ করে ফেললেন তিনি।
দেব নাকি ইতিমধ্যেই আসল জায়গায় কথাটা পেড়ে ফেলেছেন। অর্থাৎ খোদ ফেলুদা স্রষ্টা সত্যজিৎ রায় পুত্র সন্দীপ রায়ের কাছেই নাকি নিজের এই ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা। সত্যজিতের প্রয়াণের পর ফেলুদাকে পর্দায় ফেরান তাঁর পুত্র সন্দীপ রায়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অন্যান্য পরিচালকরাও নিজেদের মতো করে তুলে ধরেছেন প্রদোষ মিত্রকে। কিন্তু দেব নাকি সোজা সন্দীপ রায়ের কাছেই দরবার করেছেন।
তবে কি এবার ফের ফেলুদার মুখ বদলাবে? সূত্রের খবর মানলে, দেব নাকি সন্দীপ রায়ের পরবর্তী ফেলুদা ছবিতে অভিনয়ের ইচ্ছা জানিয়েছেন। কিন্তু তাঁর আগামী ফেলুদা সিরিজ নয়ন রহস্যের জন্য ফেলুদাকে বেছে নিয়েছেন সন্দীপ রায়। এই নিয়ে দ্বিতীয় বার ইন্দ্রনীল সেনগুপ্তকে ফেলুদা হিসেবে দেখা যাবে তাঁর ছবিতে। তাই এই সুযোগটা হাতছাড়া হল দেবের।
ভবিষ্যতে কি ফেলুদার ভূমিকায় দেবকে কাস্ট করার কথা ভাবছেন সন্দীপ রায়? এ প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি পরিচালকের তরফে। তবে যে হারে ফেলুদার মুখ বারংবার বদলাচ্ছে তাতে দেবকেও এই ভূমিকায় দেখা অসম্ভব কিছু নয় বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।
এখনও অনেকের কাছেই ফেলুদা মানে প্রথম এবং দ্বিতীয় পছন্দ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী। কিন্তু শোনা যায়, অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রির সকলের মনেই নাকি একবার অন্তত ফেলুদা এবং ব্যোমকেশ এই দুটি আইকনিক চরিত্রে অভিনয়ের সুপ্ত ইচ্ছা থাকে। সে ইচ্ছা পূরণ করে ফেলেছেন অনেকেই। কাউকে দর্শক সাদরে গ্রহণ করেছে, কাউকে নিয়ে আবার সমালোচনা হয়েছে।
দেবের ব্যোমকেশ নিয়েও প্রথম থেকেই চলছিল ঠাট্টা, মশকরা। তবে ব্যোমকেশ বক্সী হিসেবে নিজের লুক এবং দূর্গ রহস্যের টিজারে নিন্দুকদের মুখ অনেকটাই বন্ধ করতে সক্ষম হয়েছেন অভিনেতা। ভবিষ্যতে ফেলুদা চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তিনি কি কামাল দেখান তা অনেকেই দেখার অপেক্ষায় রয়েছেন।