বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান হল বিবাহ (Marriage)। তবে, দেশের বিভিন্ন রাজ্য এবং অঞ্চলভেদে বিবাহের নিয়মে পরিবর্তন পরিলক্ষিত হয়। এমনকি সমগ্র বিশ্বজুড়েই বিবাহ সম্পর্কিত একাধিক রীতিনীতির প্রচলন রয়েছে। তবে বৈবাহিক অনুষ্ঠান একটি পরিচিত সামাজিক অনুষ্ঠান হলেও আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, পৃথিবীতে প্রথম বিবাহ করেছিলেন কারা?
আসলে অনেকেই এই উত্তর জানেন না। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্ৰসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। প্রথমেই জানিয়ে রাখি যে, হিন্দুধর্মে পৃথিবীতে বিবাহের প্রথার শুরুর বিষয়ে যেমন জানানো হয়েছে, ঠিক তেমনি বলা হয়েছে বিবাহের প্রথম বর ও কনে কারা ছিলেন?
মনু ও শতরূপা ছিলেন পৃথিবীর প্রথম দম্পতি: হিন্দু পুরাণ অনুসারে, ব্রহ্মা যখন মহাবিশ্বের সৃষ্টি করছিলেন, তখন তিনি তাঁর দেহকে দু’টুকরো করেছিলেন। ব্রহ্মার দেহের এক টুকরোকে বলা হত “কা” এবং অন্য অংশকে “ইয়া” বলা হত। এই দু’টি একসাথে “কায়া” গঠন করে। পাশাপাশি, এই “কায়া” থেকেই নর-নারীর জন্ম হয়।
সেখানে যে পুরুষের কথা বলা হয়েছে তাঁর নামকরণ করা হয় স্বয়ম্ভু মনু এবং ওই নারীর নাম রাখা হয় শতরূপা। এমতাবস্থায়, হিন্দু ধর্মে মনু ও শতরূপাকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে বিবেচনা করা হয়। এই দু’জন যখন পৃথিবীতে আসেন, তখন ভগবান ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত পার্থিব ও পারিবারিক জ্ঞান তাঁদের বিবাহিত জীবনে প্রবেশের ক্ষেত্রে দিক নির্দেশ করেছিল। পাশাপাশি, শাস্ত্র অনুসারে এই পৃথিবীতে প্রথম দম্পতি ছিলেন মনু ও শতরূপা।
শ্বেত ঋষি বিবাহের নিয়ম তৈরি করেন: অন্যদিকে, আমরা যদি বিয়ের নিয়ম প্রণয়নের বিষয়টির দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে কিছু শাস্ত্রে উল্লেখ করা আছে শ্বেত ঋষি বিবাহের নিয়ম তৈরি করেন। প্রথমবারের মতো বিয়ের প্রথা, নিয়ম, মর্যাদা, গুরুত্ব, সিঁদুর, মঙ্গলসূত্র, সাত পাকে বাঁধা সহ সমস্ত নিয়ম শ্বেত ঋষি জানিয়েছিলেন। এর পাশাপাশি শ্বেত ঋষি বিবাহের পর স্বামী-স্ত্রীকে সমান স্থানও দিয়েছিলেন।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলাহান্ট এটি নিশ্চিত করে না।)