বন্দে ভারতে আসতে চলেছে আমূল পরিবর্তন! বদলে যাবে কোচ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়ে যে ট্রেনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ভারতীয় রেলের (Indian Railways) এই অত্যাধুনিক সেমি-হাইস্পিড ট্রেনটি ইতিমধ্যেই যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি, যত দিন এগোচ্ছে ততই বাড়ছে এই ট্রেনের সংখ্যা। এমতাবস্থায়, একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। জানা গিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে মোট ৮,০০০ টি বন্দে ভারত কোচ তৈরি করা হবে।

তবে, এই বিপুল সংখ্যক কোচ নির্মাণের পেছনে রয়েছে একটি বড় কারণও। মূলত, ভারতীয় রেলওয়ে তার ফ্লীটকে সম্পূর্ণভাবে ওভারহল করার পাশাপাশি এই সেমি-হাই স্পিড ট্রেনগুলির ক্ষেত্রে আরও অনেকগুলি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সাধারণত একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ১৬ টি কোচ থাকে। যদিও, প্রয়োজনের ভিত্তিতে ৮ টি কোচ নিয়েও চলাচল করে থাকে এই ট্রেন।

এদিকে, ১৬ কোচের একটি বন্দে ভারত এক্সপ্রেস তৈরির ক্ষেত্রে ভারতীয় রেলের প্রায় ১৩০ কোটি টাকা খরচ হয়ে থাকে। এমতাবস্থায়, চলতি বছর রেল মন্ত্রক কর্তৃক অনুমোদিত কোচ উৎপাদন কর্মসূচির মাধ্যমে, উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ চুক্তির প্রচলিত মডেলের ওপর ভর করে নির্ধারিত ৮,০০০ টি কোচের প্রায় দুই-তৃতীয়াংশ বিভিন্ন প্রস্তুতকারী সংস্থা থেকে নেওয়া হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে বন্দে ভারতের স্লিপার ভেরিয়েন্টের জন্য ৩,২০০ টি কোচের জন্য টেন্ডারের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। আসলে, বর্তমান সময়ে যেসমস্ত বন্দে ভারতগুলি চলাচল করছে সেগুলি শুধুমাত্র চেয়ারকার ভেরিয়েন্টের। এমতাবস্থায়, ১,৬০০ টি কোচ তৈরি করবে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি।

পাশাপাশি এমসিএফ-রায়বারেলি এবং আরসিএফ-কাপুরথালা এই দু’টি উৎপাদন ইউনিটে ৮০০ টি কোচ তৈরি হবে। জানা গিয়েছে, ২০৩০-৩১ সালের মধ্যে প্রতি বছর কিছু কিছু করে এই ট্রেনগুলি চালু করার পরিকল্পনা রয়েছে। যার ফলে বৃদ্ধি পাবে ট্রেনের সংখ্যাও। ইতিমধ্যেই একজন আধিকারিক জানিয়েছেন যে, এই অর্থবর্ষে বন্দে ভারতের রেকের মোট সংখ্যা ৭৫ হতে পারে। উল্লেখ্য যে, বর্তমানে ২৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল করছে।

Big changes are coming to Vande Bharat

এছাড়াও, আধিকারিকদের মতে, ওই বিপুল সংখ্যক কোচগুলির মধ্যে প্রায় ৭০০ টি এই বছর তৈরি হবে। তারপরে ২০২৪-২৫ সালে আরও এক হাজার কোচ তৈরি করা হতে পারে। এদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি জানিয়েছেন যে, বন্দে ভারতের প্রথম স্লিপার ভেরিয়েন্ট ২০২৪ সালের প্রথম দিকে চালু হতে পারে। পাশাপাশি, এই স্লিপার ভেরিয়েন্ট রাজধানী এক্সপ্রেসের মতো দূরের গন্তব্যে চলাচল করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর