কচুরিপানা থেকে বিশ্বের প্রথম ফিউশন শাড়ি! অবিশ্বাস্য কাণ্ড করলেন ঝাড়খণ্ডের এই যুবক

বাংলাহান্ট ডেস্ক : ভারতের এক যুবকের কীর্তিতে অবাক হয়ে যাচ্ছে সবাই। এই যুবক কচুরিপানা দিয়ে তৈরি করছেন শাড়ি। যুবকের এই উদ্যোগে কাজ পেয়েছেন প্রায় ৪৫০ জন মহিলা। একই সাথে জলাশয় থাকে নিষ্কাশন হচ্ছে কচুরিপানার। কীভাবে এই অসাধ্য সাধন করছেন এই যুবক? পড়ুন এই প্রতিবেদনে।

পুকুর বা জলাশয়ে কচুরিপানা আমরা সবাই দেখেছি। এছাড়াও কচুরিপানার উপর ফুটে থাকা বাহারি ফুল আমাদের সবার নজর কাড়ে। জলজ এই উদ্ভিদের ইংরেজি নাম ওয়াটার হায়াসিন্থ। এই কচুরিপানা দ্রুত বংশবিস্তার করে। প্রতি দু সপ্তাহে এর আকৃতি দুগুন বৃদ্ধি পায়। কচুরিপানা দ্রুত বংশবিস্তার করার জলাশয় বা পুকুর দ্রুত ঢেকে যায় এই উদ্ভিদে।

এর ফলে সূর্যের আলো ও বাতাস প্রবেশ করতে পারে না জলের গভীরে। তাই কচুরিপানা জলাশয় ও জলজ প্রাণীদের জন্য বিপদের আরেক নাম। ঝাড়খণ্ডের‌ (Jharkhand) জামশেদপুরের ইঞ্জিনিয়ার গৌরব আনন্দ এই সমস্যার একটি সমাধান বার করেছেন। কচুরিপানা থেকে সুতো ও সেই সুতো থেকে শাড়ি উৎপাদনের ব্যবস্থা করেছেন তিনি। গৌরব বাবু এই ক্ষেত্রে এক ঢিলে মারতে চেয়েছেন দুই পাখি।

এই উদ্যোগের ফলে একদিকে জলাশয় থেকে নিষ্কাশন হবে কচুরিপানা, অন্যদিকে এর মাধ্যমে কর্মসংস্থান হচ্ছে গ্রামের মহিলাদের। অনেক আগে থেকেই কচুরিপানা দিয়ে কাগজ, ম্যাট ইত্যাদি হস্তশিল্প তৈরি করা হত। গৌরব সেই ধারণাকে আরও একধাপ এগিয়ে কচুরিপানার ফাইবার গুলিকে ফেব্রিক্স হিসেবে ব্যবহার শুরু করেছেন।

img 20230801 191619

এর ফলে তৈরি করা সম্ভব হয়েছে বিশ্বের প্রথম ফিউশন শাড়ি। গৌরব এই শাড়ি তৈরিতে সাহায্য নিচ্ছেন বাংলার শান্তিপুরের তাঁতিদের। ‘স্বচ্ছতা তু কারে’ নামো একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান গৌরব, যা নদী ও জলাশয় পরিষ্কারের মতো গুরুত্বপূর্ণ কাজ করে। এই অভিযান চলার সময় ২০২২ সালে গৌরবের মাথায় আসে সেই সুতো দিয়ে শাড়ি তৈরির কাজের কথা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর