বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ত্রিনিদাদ ও টোব্যাগোয় টসে হেরে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে তান্ডব করলেন ভারতীয় ব্যাটাররা। ৫০ ওভার জুড়ে মারকাটারী ব্যাটিং করে ৫ উইকেট খুঁইয়ে ৩৫১ রান তুললেন হার্দিক পান্ডিয়ারা। অধিনায়ক হার্দিক নিজে শেষ অবধি ক্রিজে থেকে ৫২ বলে অপরাজিত ৭০ রান করেন।
তার আগে ব্যাট হাতে ওপেন করতে নেমে অসাধারণ শুরু করেছিলেন ঈশান কিষাণ এবং শুভমান গিল। ঈশান তৃতীয় ম্যাচেও হাফ-সেঞ্চুরি করেন এবং ৬৪ বলে ৭৭ রান করে ড্রেসিংরুমে ফেরেন। তিনি আগ্রাসী ব্যাটিং করলেও ধীরস্থির ভঙ্গিতে খেলেছিলেন গিল। শেষপর্যন্ত ৯২ বলে ৮৫ রান করে তিনি আউট হন স্পিনারের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে।
এরপর এই ম্যাচের সুযোগ পাওয়া রুতুরাজ গায়কোয়াড ব্যর্থ হলেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সঞ্জু স্যামসন। প্রথম বল থেকেই ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি কোন নীতিতে খেলতে এসেছেন। আজ তিনি ওডিআই কেরিয়ারের নিজের দ্বিতীয় অর্থশতরানটি পেয়েছেন এবং আউট হয়েছেন ৪১ বলে ৫১ রান করে।
আজ সূর্যকুমার যাদবকেও ছন্দে দেখিয়েছেন। বড় রান না পেলেও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাটিং করে তিনি ৩০ বলে ৩৫ রানের একটি ইনিংস খেলেছেন যা যথেষ্ট কার্যকর ছিল। সেই সময় ধীর গতিতে ব্যাটিং করছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ইনিংসের শেষ দিকে প্রবল আগ্রাসন দেখিয়ে শেষপর্যন্ত ভারতকে ৩৫০ রানের গন্ডি পার করে দিতে সক্ষম হন তিনি।
আজকের ভারতীয় দলে ছিল দুটো পরিবর্তন। প্রথম পরিবর্তন রুতুরাজ গায়কোয়াড ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। উমরান মালিকের জায়গায় আজ ১০ বছর পরে ওডিআই দলে আসা জয়দেব উনদকাট কতটা ভালো বোলিং করতে পারবেন সেদিকে নজর থাকবে সকলের।