বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। সব দলের নজর এখন সেদিকেই। লোকসভা ভোটে এবার ইন্ডিয়া ভার্সাস এনডিএ। ক্রমশ্য শক্তি বাড়াচ্ছে বিরোধী জোট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও হরদম শোনা যাচ্ছে ‘ইন্ডিয়া’র কথা। অন্যদিকে বাংলায় শক্তি বৃদ্ধি করতে মরিয়া গেরুয়া শিবির (Bharatiya Janata Party)। সেই লক্ষ্যেই এবার রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।
জানা যাচ্ছে, শনিবার কোলাঘাটে গেরুয়া শিবিরের বিশেষ কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই নাম ঠিক হয়ে গিয়েছে সেই কর্মসূচীর। সূত্রের খবর বিজেপির সেই কর্মসূচীর নাম পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত কর্মশালা। সশরীরে সেই কর্মসূচীতে উপস্থিত থাকবেন নাড্ডাজি। থাকবেন কেন্দ্রের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী পীযূস গোয়েল। ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ।
লোকসভার আগে বিজেপির নজরে গ্রাম বাংলা। দলীয় সূত্রে খবর ১১ অগাস্ট শুক্রবার বঙ্গের মাটিতে পা রাখবেন নাড্ডা। পরদিন শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যে জেলা পরিষদে বিজেপি ক্ষমতায় রয়েছে, তার সভাধিপতি এবং জেলা পরিষদে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে হবে বৈঠক কর্মসূচী। ১২-১৩ আগাস্ট পরপর চলবে বিজেপির পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত কর্মশালা।
বিজেপি অন্দর মহল সূত্রে খবর, লোকসভা ভোটের আগে গ্রাম বাংলার মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের নানা কর্মসূচী, প্রকল্পের কথা তুলে ধরা হবে। ঠিক কোন উপায়ে গ্রামের মানুষের মন জয় করা হবে, কোন কৌশলে ভোট-প্রচার চলবে সেই সব পরিকল্পনাও ওই কর্মসূচিতে নেওয়া হবে। পঞ্চায়েত ভোটে বাংলায় তেমন ছাপ না ফেলতে পারলেও এবার লোকসভা জয়ে বঙ্গ সমর্থন পেতে মরিয়া গেরুয়া শিবির।
নাড্ডা সফর প্রসঙ্গে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “সর্বভারতীয় সভাপতি দেশের বিভিন্ন জায়গায় ঘুরবেন, সেটাই তো স্বাভাবিক! এখানে দলের কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। ১০০-র বেশি কর্মীর তর্পণ করার স্মৃতি রয়েছে তার। এখনও বাংলায় প্ৰতিনিয়ত বিজেপি-র কর্মীরা খুন হচ্ছেন।”