বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) শিক্ষা ব্যবস্থায় এল বড় বদল। এবার থেকে স্কুলে স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক (Bengali Language Is Mandatory) করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সরকারি থেকে শুরু করে বেসরকারি, সমস্ত স্কুলেই এবার প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা (Bangla) ও ইংরেজি (English) নিতেই হবে। আজই এই শিক্ষানীতি অনুমোদিত হয়েছে রাজ্য মন্ত্রীসভায়।সেই শিক্ষানীতিতেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সব বেসরকারি স্কুলে বাংলা এবং ইংরেজি পড়তেই হবে।
এখানেই শেষ নয়, সোমবার অনুষ্ঠিত এই সভায় স্পষ্টই বলে দেওয়া হয়েছে তৃতীয় ভাষা হিসেবে যে অঞ্চলে যে ভাষার প্রয়োগ বেশি বা কার্যকরিতা বেশি সেই অঞ্চলে সেই ভাষা পড়া যাবে। সেই ভাষা হতে পারে হিন্দি, হতে পারে সাঁওতালি। অর্থাৎ এবার থেকে সমস্ত ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতেও বাংলা ভাষা বাধ্যতামূলক।
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বাংলায় স্বাস্থ্য কমিশনের ধাঁচে তৈরি হচ্ছে শিক্ষা কমিশন। বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ কমিশন গঠন করল রাজ্য। জানা যাচ্ছে, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হবে এই কমিশন। এবার থেকে স্কুলের বেতন বৃদ্ধি থেকে শুরু করে নানাবিধ অভিযোগ এই কমিশনের আওতায় আসবে। খুব শীঘ্রই কমিশনের সদস্যদের নামের তালিকা প্রকাশ করবে রাজ্য।
উল্লেখ্য, কখনও মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধি, তো কখনও আবার সিলেবাস-পরীক্ষা নিয়ে রাজ্যের বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে। আর সেইসব সমস্যার সমাধানের জন্যই এই পদক্ষেপ রাজ্যের। পাশাপাশি বেসরকারি স্কুলগুলির গাইডলাইনও এই কমিশনই তৈরি করবে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সংগঠনের তরফে দাবি ছিল, রাজ্য সরকার পরিচালিত বাংলার সব স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা পড়ানো বাধ্যতামূলক করা হোক। সাথে দুইজন করে স্থায়ী বাংলার শিক্ষক নিয়োগের জন্যেও দাবি তোলা হয়েছিল। আর এবার কার্যত সেই দাবিতেই সিলমোহর দিল রাজ্যের মন্ত্রিসভা।