শেষ রক্ষা টুকুও হল না! কেষ্টর জীবনে নেমে এল গভীর অন্ধকার..

বাংলা হান্ট ডেস্কঃ এক বছরেরও বেশি সময় ধরে গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দীর্ঘ এই এক বছরে বহু পরিবর্তন এসেছে জেলার রাজনীতিতে। গঠন হয়েছে কোর কমিটি। সম্প্রতি মিটেছে পঞ্চায়েত ভোট। আর এই আবহেই এবার বীরভূমে (Birbhum) রাজনৈতিক প্রেক্ষাপটে ‘বিরাট’ পরিবর্তন।

তৃণমূল সূত্রে খবর, জেলা সভাধিপতির পদে বসতে চলেছেন অনুব্রত মন্ডল বিরোধী হিসাবে পরিচিত কাজল শেখ (Kajal Sheikh)। আর এই খবর পাঁচ কান হতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে। কেষ্ট বিরোধী কাজল শেখ জেলা সভাধিপতির পদে বসলে যে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে কারও দ্বিমত নেই।

আজ বুধবার বীরভূম জেলা পরিষদের বোর্ড গঠন। বীরভূম জেলা পরিষদে ৫২টি সিটের মধ্যে ৫১টি তেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদ এককভাবে গিয়েছে তৃণমূলের দখলে। এই আবহে এবার কাজল শেখের সভাধিপতি হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে।

আরও পড়ুন: ধূপগুড়িতে BJP-র প্রার্থী পুলওয়ামায় শহিদের স্ত্রী! সেই তাপসীর জীবন সংগ্রাম চোখে জল আনবে

প্রসঙ্গত, শুরুর থেকেই বীরভূম জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের বিরোধী হিসেবেই পরিচিত ছিলেন নানুরের কাজল শেখ। তাদের দ্বন্দ্ব হামেশাই চর্চিত। যদিও কেষ্ট থাকাকালীন কখনও মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি কাজল। তবে অনুব্রতর গ্রেফতারির পরই খুলে যায় কপাল।

anubrata kajal seikh

আরও পড়ুন: এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খেল! ৮ জেলায় জারি তুমুল সতর্কতা: তোলপাড় করা ওয়েদার আপডেট

কেষ্ট গ্রেফতারির পরই কোর কমিটিতে জায়গা পায় কাজল শেখ। বাড়ছে তার দাপট। আর এবার জেলা পরিষদ থেকে জয়লাভ করে জেলার সভাধিপতির পদে বসতে চলেছেন তিনি। খবর এমনটাই। অনেকেই বলেন, কেষ্ট যাওয়ার পর থেকেই নাকি বীরভূম জেলা থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের গোষ্ঠী। এরই মধ্যে এই খবরে তোলপাড়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর