বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামে (Nandigram) কুপোকাত তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। রাজ্য-রাজনীতির এপি সেন্টার নন্দীগ্রামে পায়ের তলার মাটি আরও শক্ত হল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির (BJP)। এবারের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির দখল আগে থেকেই নিয়েছিল বিজেপি। এবারে আরও একটি পঞ্চায়েত এল গেরুয়া শিবিরের ঝুলিতে।
এদিন নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতি লটারির মাধ্যমে দখল করল বিজেপি। ফলে নন্দীগ্রামের দুটি পঞ্চায়েত সমিতি নিজেদের দখলেই রাখতে পারল বিজেপি। রাজ্যের রাজনীতির আঙিনায় অন্যতম চর্চার বিষয়বস্তু হল নন্দীগ্রাম। বলতে গেলে এপিসেন্টার।
গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোটে পরাজিত করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর ২৩ এর পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের দখল কার হাতে থাকবে তা নিয়ে সবার কৌতুহল ছিল অপরিসীম।
আরও পড়ুন: এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খেল! ৮ জেলায় জারি তুমুল সতর্কতা: তোলপাড় করা ওয়েদার আপডেট
পঞ্চায়েত ভোটের ফলাফল সামনে এলে দেখা যায়, নন্দীগ্রাম ২ ব্লকে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছে বিজেপি। এমনকি ওই পঞ্চায়েত সমিতিতেও সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। এরপর ১৪ আগস্ট সোমবার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে লটারিতে ভাগ্য খুললো নন্দীগ্রাম ১ ব্লকে। ওই ব্লকের পঞ্চায়েত সমিতিতে লটারিতে জয়ী হয়ে সভাপতির আসনে বিজেপি।
আরও পড়ুন: ধূপগুড়িতে BJP-র প্রার্থী পুলওয়ামায় শহিদের স্ত্রী! সেই তাপসীর জীবন সংগ্রাম চোখে জল আনবে
নন্দীগ্রাম ২ ব্লকের পঞ্চায়েত সমিতি ২১ আসন বিশিষ্ট। পঞ্চায়েত নির্বাচনে ফলাফলে ১৪ টি জয়ী হয়েছিল বিজেপির প্রার্থীরা। ফলে ওই পঞ্চায়েত সমিতিতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন বিজেপির শুধু ছিল সময়ের অপেক্ষা। বিদায়ী তৃনমূল কংগ্রেসের বোর্ড সরিয়ে, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল বিজেপি। বর্নালী মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মমতা পাত্র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
নন্দীগ্রাম ২ ব্লকের পঞ্চায়েত সমিতি ভোটের ফলাফলের নির্ধারণ হয়ে গেলেও নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন কে করবে তা নিয়ে আগ্রহ ছিল রাজ্য রাজনীতির। কারণ ৩০ আসন বিশিষ্ট ঐ পঞ্চায়েত সমিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেস জয়ী হয় ১৫ টিতে এবং বাকী ১৫ টি আসনে জয়ী হয় বিজেপি।