বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপে (2023 ODI World Cup) মাঠে নামার আগে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে। ২২ শে সেপ্টেম্বর সেই সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ভারত। গোটা এশিয়া কাপ জুড়ে ভারতীয় দল মহম্মদ সিরাজ এবং বুমরার উপর নির্ভর করে এসছে ফাস্ট বোলিংয়ের জন্য। উপেক্ষিত থেকে ছিলেন মহম্মদ শামি (Md. Shami)। কিন্তু অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েই তিনি বুঝিয়ে দিলেন যে বিশ্বকাপে তাকে দলের বাইরে রাখাটা বোকামি হবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন দুর্দান্ত বোলিং করেন শামি। প্রথম ওভারে বল করতে এসেই তার ডেলিভারিকে খোঁচা দিয়ে স্লিপে শুভমান গিলের হাতে ধরা পড়েন মিচেল মার্শ। তারপর নিজের দ্বিতীয় স্পেলে এসে সেট হয়ে যাওয়া এবং ভারতের বিরুদ্ধে সব সময় দুর্দান্ত ব্যাটিং করা স্টিভ স্মিথকে (৪১) বোল্ড করে ড্রেসিংরুমে ফেরান।
এখানেই শেষ হয়নি। এরপর আবার ডেথ ওভারে বোলিংয়ে ফিরেছিলেন তিনি। মার্কাস স্টোইনিস (২৯) তাকে পরপর দুটি বাউন্ডারি মারার পর অজি অলরাউন্ডারকেও ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দেন শামি। এরপর ম্যাথু শর্ট ও শন অ্যাবট-কেও ড্রেসিংরুমে ফিরিয়ে তিনি নিজের ওডিআই ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারটি পেয়ে যান। তার বোলিং ফিগার দাঁড়ায় ১০-১-৫১-৫। তার সঙ্গী বুমরা আজ মাত্র একটি উইকেট পান কিন্তু কৃপণ বোলিং করে মাত্র ৪৩ রান দিয়েছেন ১০ ওভারে।
রোহিত শর্মা এখন বিশ্বকাপে শার্দুল ঠাকুরের বদলে এই তিন জেনুইন ভারতীয় পেসারকে বিশ্বকাপে একসঙ্গে খেলানোর কথা ভাবতে পারেন। একদিন কারোর সময় খারাপ গেলে দলে থাকবেন হার্দিক পান্ডিয়া, যিনি বোলিংয়ের কাজটা করে দিতে পারবেন। স্পিনার হিসেবে জাদেজার সঙ্গে জুড়ে যাবেন কুলদীপ যাদব। আসন্ন বিশ্বকাপের জন্য আইসিসি শিশিরের প্রভাব কমাতে পিচে অতিরিক্ত ঘাস রাখার পরামর্শ দিয়েছে। সবকটি স্টেডিয়ামের পিচ প্রস্তুতকারকরা যদি এই নীতি মেনে চলে তাহলে ভারতীয় দল এই তিন পেসার নিয়ে নামলেই বেশি সুবিধা পাবে।
আরও পড়ুন: একটি ভুল যার জন্য বিশ্বকাপ হাতছাড়া হয়ে যেতে পারে রোহিতের! BCCI-কে সতর্ক করছে ভক্তরা
এদিন অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করতে নেমে একবার জীবন দান পেয়ে ৫২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার। মাঝের ওভারগুলিতে প্রত্যেক ব্যাটারই সেট হয়ে গিয়ে কিছুটা রান করেছেন কিন্তু বড় রানের দেখা পাননি। শেষদিকে প্যাট কামিন্সের ৯ বলে ২১ রানের ক্যামিওতে ভর করে অস্ট্রেলিয়া ভারতের সামনে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্য রাখতে পেরেছে। তবে প্রতিবেদনটি লেখার সময় ভারতীয় দল কোন উইকেট না খুঁইয়ে ১০০ রানের গন্ডি পেরিয়ে গেছে এবং শুভমন গিল অর্ধশতরান করে ফেলেছেন। এই ম্যাচ জিততে ভারতের কোনও অসুবিধা হওয়ার কথা নয়।