বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) আগে বড়সড় ঘোষণা করেছে পর্ষদ। এই প্রথমবার সুষ্ঠু ভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় রাজ্যের প্রতিটি স্কুলকে মাধ্যমিক পরীক্ষার্থী পিছু অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (WB secondary education)। ইতিমধ্যেই প্রত্যেকটি স্কুলকে এই সংক্রান্ত নোটিস পাঠিয়ে দিয়েছে। তবে এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
এই প্রথম মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার্থী পিছু অনুদান দিচ্ছে পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দেওয়ার জন্য স্কুলগুলির জন্য পর্ষদ কর্তৃক এই অনুদান ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে।
অনুদান ঘোষণার পর এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (WBBSE President Ramanuj Ganguly) বলেন, ‘‘২০২২ সাল থেকে পরীক্ষাব্যবস্থা উন্নত করা হচ্ছে। বোর্ড প্রথম বার ২০২৪ সালে নিয়মিত মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য মাথা পিছু ১০ টাকা করে রাজ্যের সমস্ত স্কুলগুলিকে দেবে।’’
আরও পড়ুন: তদন্তে ঘোর অসহযোহিতা! কুণালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ED-র
তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে ১০ টাকায় কী হয়? কেন পরীক্ষার্থী পিছু মাত্র ১০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হল? এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওদিকে এই ১০ টাকার প্রাসঙ্গিকতা নিয়ে এক সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন পর্ষদ সভাপতি। তিনি বলেন, পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে পর্ষদের এটা সামগ্রিক প্রয়াস। একে টাকার মাপকাঠিতে বিবেচনা করতে নারাজ তিনি।
আরও পড়ুন: ‘একবার জানানো উচিৎ ছিল’, ক্ষুব্ধ দিলীপ ঘোষ! কী এমন হল যে বেজায় চটলেন BJP সাংসদ?
তিনি বলেন, ‘আমরা যাতে এক বেলার জন্য, এক বারের জন্য, এক দিনের জন্য পাশে দাঁড়াতে পারি… এটা সেই চেষ্টা। এই চেষ্টাকে সামগ্রিকভাবে দেখতে হবে।’ রীতিমতো ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘অনেকেই ভাবতে পারেন, দশ টাকায় কী হয়! কিন্তু মনে রাখতে হবে, ইউনাইটেড উই স্ট্যান্ড।’ যদি কোনও স্কুলে ৫০০ পড়ুয়া থাকে, তাহলে সেখানে মোট ৫ হাজার টাকা যাবে। এই টাকা স্কুলগুলি তাদের প্রয়োজন অনুযায়ী পরীক্ষার্থীদের জন্য ব্যবহার করতে পারে।