বিরাট ছাড়ের ঘোষণা LIC-র! বন্ধ পলিসি চালু করলেই মিলবে মোটা অঙ্কের বেনিফিট

বাংলাহান্ট ডেস্ক : বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের বিশ্বাসের অন্যতম একটি মাধ্যম হয়ে উঠেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC। অনেকেই বিনিয়োগের মাধ্যমে হিসেবে বেছে নেন রাষ্ট্রায়ত্ত এই ইন্সুরেন্স কোম্পানিকে। একাধিক পলিসি রয়েছে এলআইসির। বিনিয়োগকারীরা তাদের প্রয়োজনমতো সেই পলিসি বেছে নিতে পারেন।

তবে এবার এলআইসির পক্ষ থেকে একটি দুর্দান্ত সুখবর উঠে আসছে। আপনারও যদি এলআইসিতে পলিসি থাকে তাহলে অবশ্যই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। আপনার যদি এলআইসির পলিসিটি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আপনি সেটি পুনরায় চালু করতে পারবেন। বন্ধ হয়ে যাওয়া পুরনো পলিসি চালু করার ব্যাপারে এলআইসির পক্ষ থেকে বিশেষ প্রচার অভিযান চালানো হচ্ছে।

আরোও পড়ুন : মাত্র ১২৩ টাকার রিচার্জ, সারা মাস ফ্রি পাওয়া যাবে পরিষেবা! গ্রাহক টানতে নতুন খেলা Jio’র

পুরনো পলিসি যদি ফের নতুন করে কোনও পলিসি হোল্ডার সক্রিয় করেন তাহলে সেক্ষেত্রে মিলতে পারে আকর্ষণীয় ছাড়। এলআইসির পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই খবর জানানো হয়েছে। এলআইসি জানিয়েছে নিষ্ক্রিয় হয়ে যাওয়া পলিসি সক্রিয় করার জন্য লেট ফিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

আরোও পড়ুন : দার্জিলিং-কার্শিয়াং তো অনেক হল! কিন্তু কাছেই থাকা এই পার্কে ঢুঁ মেরেছেন কখনো? গেলেই পাবেন ভূতের দেখা

এক লক্ষ টাকা প্রিমিয়াম সহ পলিসিতে পাওয়া যাবে ৩০০০ টাকার ছাড়। এক থেকে তিন লক্ষ টাকার মধ্যেকার প্রিমিয়ামের পলিসিতে গ্রাহকরা পেয়ে যাবেন ৩৫০০ টাকা ছাড়। একই রকম ভাবে তিন লক্ষ টাকার উপরের প্রিমিয়ামের পলিসিতে ৪০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিশদ জানার ভিজিট করতে পারেন- http://licindia.in-এ।

এলআইসি এক্স হ্যান্ডেলে লিখেছে, এলআইসির পক্ষ থেকে বিশেষ পুনরুজ্জীবন অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্ল্যান পুনরায় সক্রিয় করতে পারবেন। এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে নিকটবর্তী এলআইসি শাখা কিংবা এজেন্টের সাথে।

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর