বাংলাহান্ট ডেস্ক : আজ মন্ত্রিসভার বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। এই বৈঠকে পুলিশে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। সূত্রের খবর ১২ হাজার কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে।
৮৪০০ পুরুষ কনস্টেবল এবং ৩৬০০ মহিলা কনস্টেবল নিয়োগ করবে রাজ্য। পায়ে আঘাত পেয়ে ডাক্তারদের পরামর্শ মতো এই মুহূর্তে বাড়িতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ মন্ত্রিসভার বৈঠক ডাকা হয় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে।
আরোও পড়ুন : পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস! কবে হবে বর্ষা বিদায় ? আজকেই আবহাওয়া দপ্তর যা জানাল…
অনেকেই বলছেন পুজোর মুখে ও লোকসভা নির্বাচনের আগে পুলিশে নিয়োগের সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। মন্ত্রিসভার বৈঠকে আজ মুখ্যমন্ত্রী দলীয় নেতাদের বলেছেন হয়ত পুজোতে তাঁকে ঘর বন্দী থাকতে হতে পারে।
তবে তিনি ২৭ শে অক্টোবর দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আজকের বৈঠকে দুর্গাপূজা নিয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন দলের বিধায়ক, মন্ত্রীদের। মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়ে বলেছেন যাতে পুজোর সময় বিধায়করা নিজেদের এলাকায় উপস্থিত থাকেন।