পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক রেকর্ড গড়বেন রোহিত! শেষবার এমন কাজ করেছিলেন সৌরভ গাঙ্গুলী

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে বিশ্বকাপে (2023 ODI World Cup) দুর্দান্ত ছন্দে রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া এবং তার পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে ভারতীয় দলের জন্য কয়েকটি চিন্তার বিষয় ছিল। দ্বিতীয় ম্যাচে সেই চিন্তাগুলো থেকে মুক্তি পেয়েছে তারা। যদিও প্রতিপক্ষ এক্ষেত্রে ছিল দুর্বল আফগানিস্তান। কিন্তু আফগানিস্তান দল সামগ্রিকভাবে দুর্বল হলেও দলে তারকা ক্রিকেটারের অভাব নেই যাদের ক্ষমতা ছিল ভারতীয় দলকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ফেলার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর রোহিত শর্মাকে নিয়ে যে চিন্তাটা অনেকের ছিল তা কেটেছে। সাম্প্রতিক অতীতে তাকে ভালো ছন্দে দেখা গিয়েছে। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে শতরান হাতছাড়া করছিলেন কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় অধিনায়ক সেই ভুলটা করেননি।

hitman rohit sharma

আর সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কীর্তি। ভারতীয় অধিনায়ক হিসেবে আইসিসি ওডিআই বিশ্বকাপে শতরান করার রেকর্ড এর আগে শুধুমাত্র দুইজন ভারতীয় অধিনায়কের ছিল। প্রথমজন ছিলেন কপিল দেব যিনি ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে ১৭৫ রানের একটি ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুন: অতিরিক্ত আবেগ দরকার নেই! ঘরের মাঠে হাফ-সেঞ্চুরি করে দলকে জেতানোর দিন কোহলিকে পরামর্শ গম্ভীরের

এরপর একাধিক অধিনায়ক ভারতীয় দলকে বিশ্বকাপের মঞ্চে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া আর কেউই কপিল দেবের রেকর্ড ছুঁতে পারেননি। সৌরভ ছিলেন দ্বিতীয় ভারতীয় অধিনায়ক যিনি বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসেবে শতরান করতে পেরেছিলেন। ২০০৩ ওডিআই বিশ্বকাপে তিনি তিনটি শতরান করেছিলেন।

আরও পড়ুন: কলকাতায় হতে চলা রোহিতের ভারতের ম্যাচ নিয়ে চিন্তা! ইডেন থেকে ভাঙা মন নিয়ে ফিরতে হবে ভক্তদের?

এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই রোহিত শর্মার সামনে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ। সৌরভ একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসেবে একের বেশি শতরান করেছিলেন। রোহিত শর্মা এই বিশ্বকাপে এখনো অনেকগুলি ম্যাচ খেলবেন। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে তিনি বিশ্বকাপের মঞ্চে একের বেশি শতরান করার রেকর্ড করতে পারেন। আর তিনি যদি ২০১৯ বিশ্বকাপের ফর্মের পুনরাবৃত্তি ঘটাতে পারেন তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ শতরানের রেকর্ড ভেঙেও দিতে পারেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর