‘ওটা ট্রেলার ছিল, সিনেমাটা ১ নভেম্বরের পর দেখাব…’, হুঙ্কার অভিষেকের! কাকে হুঁশিয়ারি?

বাংলা হান্ট ডেস্কঃ চলতি অক্টোবর মাসের ২ ও ৩ তারিখ দিল্লিতে (Delhi) তৃণমূলের ধর্না নিয়ে ধুন্ধুমার বেঁধে যায়। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ১০০ দিনের বকেয়া ধর্নার দ্বিতীয় দিনে রীতিমতো ‘হেনস্থা’র মুখে পড়েছিল তৃণমূল (Trinamool Congress)। কৃষি ভবনে থেকে চ্যাংদোলা করে, টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক সহ তৃণমূল নেতা, মন্ত্রী, সাংসদদের। উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর মাটি।

দিল্লিতেই শেষ নয়, দুদিন পর কলকাতায় ফিরে রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক (Abhishek Banerjee)। তবে সেইসময় বন্যাকবলিত এলাকায় পরিদর্শন করতে উত্তরবঙ্গ সফরে ব্যস্ত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর রাজ্যপাল না ফেরা পর্যন্ত রাজভবন চত্বরে ধর্না দেয় তৃণমূল। এরপর কলকাতায় ফিরে অবশ্য অভিষেক ও তৃণমূল প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন অভিষেক।

সেই প্রসঙ্গই এদিন ফের উঠে এল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়। গতকাল সোমবার ডায়মন্ড হারবারের সরিষায় পুজো জনসংযোগ কর্মসূচিতে যান অভিষেক। সেখানে দাঁড়িয়ে নেতা বলেন, ‘৫ দিন ধর্নার পর, ৯ তারিখ রাজ্যপাল আমাদের সময় দিয়েছিল। তবে সেটা শুধুমাত্র ট্রেলার ছিল। আসল সিনেমাটা আমরা ৩১ অক্টোবরের পর, ১ নভেম্বরের পর থেকে দেখানো শুরু করব।”

আরও পড়ুন: আজ বল পায়ে অভিষেকের সঙ্গে কিংবদন্তি রোনাল্ডিনহো! কোথায় জানেন?

কেন্দ্রীয় সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, “গায়ের জোর খাটিয়ে যদি কেউ বাংলার সাধারণ মানুষের টাকা আটকে রাখতে চায় তাহলে সে সফল হবে না। বাংলার ২১ লক্ষ ৭৫ হাজার বঞ্চিত পরিবার আছে যারা একশো দিনে টাকা যারা ১০০ দিনের টাকা পাননি। একশোর দিনের কাজ করে ২ বছর ধরে বসে রয়েছেআপনাদের পারিশ্রমিক মোদী সরকার আটকে রেখেছে। মানুষ শেষকথা বলবে।’

রাজ্যের ‘বঞ্চিত’ মানুষদের উদ্দেশে বার্তা দিয়ে অভিষেক বলেন, ‘আমি নিজে আপনাদের কথা দিচ্ছি, আমাকে ৬ মাস সময় দিন। আপনারদের টাকা আমরা নিয়ে আসব। ‘ অভিষেক আরও বলেন, “যদি আপনাদের টাকা না আনতে না পারি, তাহলে আপনাদের টাকা আমরা মেটাব। কারও উপর নির্ভরশীল থাকতে হবে না।’

abhishek

অভিষেকের সংযোজন, “যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার, ৩৭ হাজার কোটি টাকা দিয়ে বাংলার মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে তাহলে আপনার পারিশ্রমিকের ব্যবস্থাও মা-মাটি-মানুষের সরকার করবে। “

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর