বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হচ্ছেন গৌতম আদানি (Gautam Adani)। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, তিনি হলেন ভারতের মধ্যে দ্বিতীয় ধনী ব্যক্তি। এমতাবস্থায়, তিনি তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রায়শই খবরের শিরোনামে থাকেন। পাশাপাশি, এহেন ধনকুবেরের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতেও আগ্রহ প্রকাশ করেন সকলে। সেই বেশ বজায় রেখে এবার একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে।
মূলত, ভারতীয় ধনকুবের গৌতম আদানি একটি সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত জীবনের কথা উপস্থাপিত করেছেন। যেখানে তিনি তাঁর প্রিয় খেলার বিষয়েও বিস্তারিত তথ্য জানান। সেই খেলাটি তিনি প্রায়শই তাঁর স্ত্রী প্রীতি আদানির সাথে খেলেন বলেও জানিয়েছেন ধনকুবের। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
একটি সাক্ষাৎকারে গৌতম আদানি তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কিত অনেক কথা জানান। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আদানিকে সেলফ-মেড কোটিপতিও বলা হয়। যিনি নিজের মতো করে এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছেন। পাশাপাশি, বন্ধুদের মধ্যে “তুফানি” নামে পরিচিত গৌতমেরও একটি প্রিয় খেলা রয়েছে। যেটি তিনি তাঁর স্ত্রীর সাথে খেলতে পছন্দ করেন।
আরও পড়ুন: দেশের পরিবহণ ব্যবস্থায় নয়া পালক! RapidX পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
ওই খেলাটির নাম হল “রামি পাপলু”। যাকে ম্যারেজ রামিও বলা হয়। মূলত, এই খেলাটি দীপাবলি এবং যেকোনো পার্টির সময়ে পরিবার ও বন্ধুদের সাথে খেলা হয়। এই গেমটি খেলতে কমপক্ষে ২ জন খেলোয়াড় প্রয়োজন। এছাড়াও, এই গেমটিতে ওয়াইল্ড কার্ড জোকারও ব্যবহার করা হয়।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে কেন দ্রুত কমে যায় ফোনের ব্যাটারি? ৯০ শতাংশ ব্যক্তি জানেন না আসল কারণ
গেমটিতে মোট ৩ টি বিশেষ অংশ রয়েছে। যেমন উপলু, নিচলু এবং পাপলু। আদানি আরও জানান যে, তিনি রাত ১১ টার মধ্যে তাঁর সমস্ত কাজ শেষ করেন এবং স্ত্রীর সাথে রামি পাপলু খেলেন। যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁর স্ত্রী তাঁকে হারিয়ে দেন।