বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এটা ৩৮ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), নাকি ২৮ বছর বয়সের কোনও টগবগে তরুণ। সত্যিই পর্তুগিজ মহাতারকার খেলা দেখে যেন মাঝে মাঝে তার বয়সটা ভুলে যেতে হচ্ছে। গতকাল তার নতুন ক্লাব আল নাসের (Al Nassr), এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) ম্যাচের মুখোমুখি হয়েছিল ফিলিপে কুটিনহোর মতো তারকা ব্রাজিলিয়ান ফুটবলার সমৃদ্ধ কাতারের ক্লাব আল দুহাইলের বিরুদ্ধে। সেই ম্যাচে তিন তিনবারের জন্য নাটকীয় পরিস্থিতি তৈরি করলেন রোনাল্ডো।
ম্যাচের ২৫ মিনিট অবধি কাতারের চ্যাম্পিয়ন ক্লাবের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয়েছিল আল নাসেরের আক্রমণ। কিন্তু তারপর একটা মুহূর্তের বিস্ময়। চলন্ত বলে আশ্চর্য ব্যাকহিল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিভাবান ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্ডারসন তালিস্কা সেই বলটিকে নিয়ে টার্ন করে জমি ঘেঁষা শটে গোলরক্ষককে পরাস্ত করলেন।
এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। ইতিহাসের ৫৬ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ব্যস্ত থাকা দুহাইলের ডিফেন্স, তারকা ফুটবলার সাদিও মানেকে মার্ক করতে ভুলে যায় এবং সহজ ফিনিশ করে দলকে ২-০ এগিয়ে দেন সেনেগাল তারকা। এরপর আরো তিনটি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল কাতারের ক্লাবটি। রীতিমতো ভয় ধরে গিয়েছিল আজ নাসের সমর্থকদের মনে। কিন্তু শেষ পর্যন্ত যে তাদের কোনও বিপদে পড়তে হয়নি তার মূল কারণ হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ম্যাচের ৬১ মিনিটের পেনাল্টি বক্সের বাইরে ডান দিকের থেকে গোলপোস্ট থেকে ২০ গজ দূরে বল পান রোনাল্ডো। বলটাকে পাশে ঠেলে দিয়ে বাঁ পায়েই নেন একটা দুরন্ত বাঁক খাওয়ানো শট। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েই কিছুটা হাত লাগিয়েও আটকাতে পারেননি শটটি। রোনাল্ডোর মুখে তখন আত্মবিশ্বাসের হাসি। আঙুল নিজের দিকে দেখিয়ে বুঝিয়ে দিলেন যে প্রতিপক্ষ যতই চেষ্টা করুক না কেন এই মাঠে তিনিই রাজ করবেন। এর ঠিক ২০ মিনিট পরে ফের ম্যাজিক। ডান উইং থেকে সুলতান ঘ্যান্নামের ভাসিয়ে দেওয়া বলে বাঁ পায়ে অবিশ্বাস্য ভলি মারেন রোনাল্ডো। বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। তার জোড়া গোলে ভর করে শেষপর্যন্ত ৪-৩ ফলে হোম ম্যাচে জয় পায় আল নাসের।
আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা পেল মোহনবাগান! মরশুমে টানা ৮ ম্যাচ জেতার পর পয়েন্ট নষ্ট হলো AFC কাপে
চলতি বছরে এই নিয়ে ৪৩ টি গোল করা হয়ে গেল রোনাল্ডোর। ২০২৩ সালে ফুটবলের মঞ্চে তিনি সর্বোচ্চ গোলদাতা। আর ২০২৩/২৪ মরশুমে ২২ ম্যাচ খেলে করে ফেললেন ২৪ টি গোল। এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতাঅর্জন ও গ্রূপপর্ব মিলিয়ে চার ম্যাচ খেলে ৩ গোল করার পাশাপাশি করে ফেললেন ২ টি অ্যাসিস্ট। দেশের জার্সিতে কিছুদিন আগেই ২ ম্যাচ খেলে করেছিলেন ৪ গোল। ক্লাবের সাথেও সেই একই ছন্দ ধরে রেখেছেন পর্তুগিজ মহতারকা। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল নিজে মূলত ডান পায়ের ফুটবলার হলেও চলতে মরশুমে ২৪টা-র মধ্যে ৯টা গোলই এসেছে রোনাল্ডোর বাঁ পা থেকে।