পুজোর মধ্যে যখন সকলে আনন্দ করতে ব্যস্ত, তখনই ঘটে গিয়েছে ‘মারাত্মক’ কাণ্ড, বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ পুজো মাঝেই শুরু রাজনৈতিক তরজা। এবার তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে বিরাট অভিযোগ তুলে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari)। শাসকদলের ইন্ধনে পুকুর ভরাটের অভিযোগ নন্দীগ্রাম বিধায়কের। যা নিয়ে রীতিমতো শোরগোল।

ঠিক কী অভিযোগ শুভেন্দুর? বিরোধী দলনেতার অভিযোগ, দুর্গাপুজোর মধ্যেই তৃণমূলের সদর দফতরের অদূরে চলছে পুকুর ভরাট। যার পেছনে ইন্ধন জোগাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। নবমীর দিন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করেন শুভেন্দু।

বিরোধী দলনেতার কথায় দুর্গাপুজোর মধ্যেই কলকাতা (Kolkata) পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডে ২০ বিঘা সরকারি জমি ভরাট করছে সেখানেরই এক প্রোমোটার। শুভেন্দুর আরও অভিযোগ, গোটা এই ঘটনার পেছনে তৃণমূল ও শাসকদলের কাউন্সিলর ও মন্ত্রীদের মদত রয়েছে।

আরও পড়ুন: একটু পরেই ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়! কবে আবহাওয়ার উন্নতি? জানাল হাওয়া অফিস

এ ভাবে জলা জমি ভরাটের প্রতিবাদে আওয়াজ তুলেছেন শুভেন্দু। তার দাবি, ওই দীর্ঘদিন ধরে জমিতে কিছু উদ্বাস্তু বসবাস ও চাষ আবাদ করতেন। তাদের তুলে দেওয়া হয়েছে। শুভেন্দুর অভিযোগ এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের হলেও কোনো সুরাহা হয়নি।

suvendu

আরও পড়ুন: নিয়োগপত্র হাতে পেয়েও প্রাথমিক শিক্ষকের চাকরি ছাড়লেন ৬২২ জন প্রার্থী, কারণ ঘিরে শোরগোল

পুরসভা ওই জমির একাংশ শালি ও বাকি অংশটিকে জলাভূমি বলে উল্লেখও করা হয়েছে। তার দাবি এ ভাবে ওই জমি ভরাট করে তার উপর বহুতল গড়ে তোলা হলে সেখানের নিকাশি ব্যবস্থায় প্রভাব পড়বে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর