অর্ধেক ধান ক্রয়ই ভুয়ো! চোর বাঁচাতে সাংবাদিক বৈঠক মমতার, রেশন দুর্নীতির ফর্দ নিয়ে বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্ক: ১০ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। বৃহস্পতিবার সাতসকালে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের (Salt Lake) বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারের পরই নাম উঠে এসেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সল্টলেকের বিসি ব্লকের পাশাপাশি দুটি বাড়িতে সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এখনও চলছে তল্লাশি অভিযান। এছাড়াও জ্যোতিপ্রিয়ের একাধিক ঘনিষ্ঠের বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি (ED)।

এদিকে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘প্রতি বছর ৪০ থেকে ৫০ লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করা যায়, যার মধ্যে ৫০ শতাংশই ভুয়ো। চাল কেনার জন্য অগ্রিম টাকা দেয় ভারত সরকার। কৃষকদের সর্বনাশ করছে পশ্চিমবঙ্গ সরকার। ২০২১-২২ সালে ৫ লক্ষ মেট্রিক টন চালের দরপত্র টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে বাকিবুরকে।’

এছাড়াও অবৈধভাবে রেশন (Ration) দোকানের নিয়ন্ত্রণ হাতে রাখার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘অবৈধ উপায়ে উত্তর ২৪ পরগনা, কলকাতা, ব্যারাকপুরে রেশন দোকানের নিয়ন্ত্রণ হাতে রাখেন জ্যোতিপ্রিয়।’

ed mamata jyotipriya

কৃষকদের মিনিমাম সাপোর্টিং প্রাইজ মোদী সরকার (Modi Sarkar) আসার পর অনেকটাই বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। এই রেশন দুর্নীতিতে বড় চক্র কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি এদিন ফিরহাদ হাকিমকেও (Firhad Hakim) নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘চিনার পার্কে বাকিবুর রহমানের হোটেলের উদ্বোধক ছিলেন ফিরহাদ হাকিম, ত্বহা সিদ্দিকি।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘চোর বাঁচাতে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।’

Monojit

সম্পর্কিত খবর