বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একাধিক চাকরির পদের সৃষ্টি হয়ছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীদের জন্য চালু হয়েছে সুযোগ সুবিধা। তবে সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে অনেক সময় ক্ষোভ উপড়ে দেন রাজ্যের শিক্ষকদের একাংশ। সম্প্রতি সরকারের একটি বড় পরিকল্পনা সামনে এসেছে।
সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে খুশি করবে শিক্ষকদের। সরকার শিক্ষকদের প্রমোশনের বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে। এই ধরনের প্রমোশন চালু রয়েছে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে। অধ্যাপকদের ক্ষেত্রে যেমন রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরের মতো পদ, সেই রকম পদ তৈরি করা হবে স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও।
আরোও পড়ুন : লক্ষ্মী পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ! কোনটা শুভ সময়? কখন করবেন কোজাগরীর আরাধনা? জানুন
মনে করা হচ্ছে সরকারের এই নতুন প্রমোশন নীতি খুব শীঘ্রই কার্যকর হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যারা খতিয়ে দেখবে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে শিক্ষকদের প্রমোশন দেওয়া হবে। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই কমিটি কাজ শুরু করে দিয়েছে।
আরোও পড়ুন : গোটা বিমান চুরি করে বিদেশে বিক্রি! কাঙাল পাকিস্তানের সরকারি আমলার কান্ড জেনে ‘থ’ বড়বড় চোরেরাও
এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট কমিটির পক্ষ থেকে চলতি মাসের শেষে জমা দেওয়া হতে পারে বিকাশ ভবনে। অ্যাসোসিয়েট টিচার, সিনিয়র টিচারের মতো পদ সৃষ্টি করা হতে পারে শিক্ষকদের প্রমোশনের জন্য। সেক্ষেত্রে অবশ্য শিক্ষকদের লাভ হবে। জানা যাচ্ছে নির্দিষ্ট কিছু মাপকাঠি তৈরি করা হয়েছে শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে।
যেমন একজন শিক্ষক কতগুলি বই প্রকাশিত করেছেন, ওই শিক্ষক স্কুলের শিক্ষামূলক ভ্রমণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন, হেড এক্সামিনার হিসেবে ওই শিক্ষকের ভূমিকা কতটা, ক্লাসরুমে কেমন পড়ান , রুটিনের বাইরেও অতিরিক্ত ক্লাস নেন কিনা ইত্যাদি বিষয়ে বিশ্লেষণ করা হবে।