বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি (Ration Scam)নিয়ে তোলপাড় রাজ্য। সম্প্রতি এই দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছে মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ বাকিবুর রহমান নামের এক ব্যবসায়ী। বাকিবুরের গ্রেফতারির পর থেকেই দেশ-বিদেশ একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হাতে।
প্রভাবশালী ব্যবসায়ী তথা চালকল-আটাকল, পানশালার মালিক বাকিবুর রহমানের বিরুদ্ধে রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে দাবি, ধৃত বাকিবুর ও তার আত্মীয়ের নামে ৯৫টি সম্পত্তির হদিস পেয়েছেন তারা। যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা। রয়েছে বিপুল জমি, দেশ-বিদেশে একাধিক ফ্ল্যাট।
এরই মধ্যে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডির হাতে। জানা যাচ্ছে, ধৃত বাকিবুর একাধারে সিনেমার প্রযোজকও। সিনেমাতেও বিনিয়োগ করেছিলেন তিনি। রেশন দুর্নীতির বাকিবুর রহমানের প্রযোজনায় ম্যানগ্রোভ নামে একটি সিনেমা তৈরী হয়েছিল। তবে টুইস্ট অন্য জায়গায়।
আরও পড়ুন: DA মামলা নিয়ে বিরাট ভালো খবর! খুশিতে আত্মহারা সরকারি কর্মীরা
বাকিবুরের প্রযোজনায় সিনেমাতে অভিনয় করেছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের সখি অর্পিতা মুখোপাধ্যায়ও। পাশাপাশি এই সিনেমায় দেখা গিয়েছিল রাখি সওয়ান্তকেও (Rakhi Sawant)। ছবিতে একটি আইটেম ডান্স করেছিলেন তিনি।
২০১৪ সালের জুন মাসে বাকিবুরের প্রযোজনায় এই সিনেমাটি রিলিস পেয়েছিল। শুধু অর্পিতা বা রাখিই নন, পাশাপাশি এই সিনেমায় কাজ করেছিলেন টলিউডের বহু ছেনা মুখ। ব্যবসায়ী বাকিবুর সিনেমাতেও থাকা ঢেলেছিলেন। এ বার আগামীদিনে তদন্তে আর কী কী বেরিয়ে আসে সেটাই দেখার।