বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে (India) প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলের (Indian Railways) মাধ্যমে যাতায়াত করেন। শুধু তাই নয়, সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রীসংখ্যা। এমতাবস্থায়, রেল তার যাত্রীদের সুযোগ-সুবিধার বিষয়টিতেও গুরুত্ব সহকারে নজর দেয়। পাশাপাশি, যাত্রীদেরও ট্রেনে সফরের সময়ে কিছু নিয়ম মেনে চলতে হয়। মূলত, ট্রেনে দূরপাল্লার সফরকালে যাত্রীরা মোবাইল কিংবা ল্যাপটপে ট্রেন থেকেই চার্জ দেন।
কিন্তু আপনি কি জানেন যে, আপনি ট্রেনে যেকোনো সময়ে আপনার ফোন চার্জ করতে পারেন না! অর্থাৎ, এক্ষেত্রেও রয়েছে নিয়ম। যেটি অনেকেই জানেন না। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীরা নির্দিষ্ট কিছু সময়ের জন্য মোবাইলে বা ল্যাপটপে চার্জ করতে পারেন না। তাই, আপনিও যদি নিয়মিত ট্রেনে সফর করেন সেক্ষেত্রে এই নিয়ম আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে।
এই সময়ে ট্রেনে ফোন বা মোবাইল চার্জ করা যায়না: ভারতীয় রেল যাত্রীদের রাত ১১ টা থেকে ভোর ৫ টার মধ্যে ট্রেনে স্মার্টফোন বা ল্যাপটপ চার্জ করতে নিষেধ করে। মূলত, ট্রেনে যেকোনো ধরণের দুর্ঘটনা এড়াতেই এই নিয়ম জারি করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে, যাত্রীরা তাঁদের ফোন চার্জে রেখে দিয়ে দীর্ঘক্ষণ অন্যত্র চলে যান বা ভুলে যান। পাশাপাশি, কেউ যদি রাতে ল্যাপটপ চার্জে রেখে ঘুমিয়ে যান সেক্ষেত্রে এটি শর্ট সার্কিটের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে, রেল তার যাত্রীদের রাতে ফোন চার্জ করা থেকে বারণ করে।
আরও পড়ুন: লিভ-ইন নিয়ে আর নয় ছেলেখেলা! এবার প্রয়োজন রেজিস্ট্রেশনের, নাহলেই হবে দুর্ভোগ, জানুন নয়া নিয়ম
কবে চালু হয় এই নিয়ম: উল্লেখ্য যে, রেলের তরফে এই নিয়ম যে নতুন চালু করা হয়েছে এমনটা কিন্তু নয়। বরং, মাঝেমধ্যেই রেল এই বিষয়ে নির্দেশ জারি করে চলেছে। ২০১৪ সালে, রেলওয়ে বোর্ড ট্রেনে অগ্নি দুর্ঘটনা রোধে এই নির্দেশ দিয়েছিল। এরপরে, ২০২১ সালেও, রেল প্রতিটি জোনের জন্য এই আদেশ জারি করেছিল। কিন্তু তথ্যের অভাবে অধিকাংশ যাত্রীই এই নিয়ম সম্পর্কে অবগত নন।
আরও পড়ুন: “সকালে ঘুম থেকে উঠে পোস্ট করব….”, অবসর প্রসঙ্গে হঠাৎ কি বললেন বিশ্বকাপে ঝড় তোলা শামি?
ঘটতে পারে বড় বিপদ: উল্লেখ্য যে, অনেক সময় ভোল্টেজ খুব কম হওয়ার কারণে ট্রেনে ল্যাপটপ চার্জ করার বিষয়টি ঝুঁকির হয়ে যায়। কারণ কম ভোল্টেজের ক্ষেত্রে ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে। সেই সঙ্গে ট্রেনে হাই ভোল্টেজের ইলেকট্রনিক জিনিস চার্জ করা হলে শর্ট সার্কিট ও আগুন লাগার সম্ভাবনা বেড়ে যায়। যার কারণে বহু যাত্রীর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। উল্লেখ্য যে, গত বছর অর্থাৎ ২০২৩ সালে, রেলের তরফে রাতে ট্রেনে মোবাইল এবং ল্যাপটপ চার্জ করা নিষিদ্ধ করা হয়েছে।