পিছিয়ে পড়ছে গীতা LLB! লড়াই জমছে Zee Bangla’ই ফুলকি-জগদ্ধাত্রীর, দেখুন TRP রেটিং চার্ট

বাংলাহান্ট ডেস্ক : বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক ফল সামনে এসে গেছে। জি বাংলার ধারাবাহিক বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি লিস্টে প্রথম স্থান দখল করে রয়েছে। গীতা এলএলবি কোনও রকমে বাঁচিয়ে আসছে স্টার জলসাকে। গত সপ্তাহে স্টার জলসার এই ধারাবাহিক লিস্টে দুই নম্বরে ছিল। তবে এই সপ্তাহে ধারাবাহিকটি তিন নম্বর স্থানে নেমে এসেছে।

এই ধারাবাহিক টিআরপিতে ৮.১ পেয়েছে। জি বাংলা এবারও দখল করেছে লিস্টের শীর্ষস্থান। দ্বিতীয় স্থানেও রয়েছে জি বাংলার ধারাবাহিক। জি-এর জগদ্ধাত্রী পেয়েছে ৮.৫ ও ফুলকি এর থেকে মাত্র .২ নম্বর পিছিয়ে। জি বাংলার ধারাবাহিক দখল করেছে চার নম্বর স্থানও। ৭.৮ নম্বর পেয়ে লিস্টে খানিকটা হলেও এগিয়ে এসেছে নিম ফুলের মধু ধারাবাহিকটি।

আরোও পড়ুন : জীবনের প্রথম সিনেমা অক্ষয়ের সাথে, কাজ করেছেন বহু সিরিয়ালে! তবুও কেন সব ছেড়ে সন্ন্যাসী হলেন এই অভিনেত্রী?

অনুরাগের ছোঁয়া ৭.৩ নম্বর পেয়ে নেমে এসেছে লিস্টের পঞ্চম স্থানে। অপরাজিতা আঢ্যর সিরিয়াল জল থই থই ভালোবাসা ৬.৭ নম্বর পেয়েছে এই সপ্তাহে। কার কাছে কই মনের কথা আর লাভ বিয়ে আজকাল এই লিস্টে কোনোমতে জায়গা পেয়েছে। এই দুটি ধারাবাহিকই যৌথভাবে দশম স্থানে রয়েছে।

screenshot 2024 02 08 18 30 48 76 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা:

প্রথম- জগদ্ধাত্রী (৮.৫)

দ্বিতীয়- ফুলকি (৮.৩)

তৃতীয়- গীতা LLB (৮.১)

চতুর্থ-নিম ফুলের মধু (৭.৮)

পঞ্চম-অনুরাগের ছোঁয়া (৭.৩)

ষষ্ঠ- কথা (৭.২)

সপ্তম-কোন গোপনে মন ভেসেছে/সন্ধ্যাতারা (৬.৯)

অষ্টম- জল থই থই ভালোবাসা (৬.৭)

নবম- তোমাদের রাণী (৬.৬)

দশম- কার কাছে কই মনের কথা/ Love বিয়ে আজকাল (৬.৫)

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর