বাংলাহান্ট ডেস্ক : আরো একবার সমস্যার মুখে বাংলার নাগরিকরা। বহু মানুষের অভিযোগ কিছুতেই মিটছে না রেশন সংক্রান্ত সমস্যা। সেই সমস্যার সমাধান হল না আজও। রেশন তুলতে গিয়ে আজও বহু মানুষ পড়লেন বিপাকে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন আজ গোটা বাংলা জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে।
যার জেরে চরম হয়রানির মুখে সাধারণ মানুষ। রেশন দোকান বন্ধ থাকায় বহু মানুষ পড়েছেন বিপাকে। এবার নিশ্চয়ই আপনারা ভাবছেন এমন কী ঘটেছে যার জন্য বাংলায় বন্ধ রেশন দোকান? জানা গেছে, এক রেশন ডিলারের অস্বাভাবিক মৃত্যুর ফলে রেশন ডিলারদের সংগঠন রেশন দোকান ধর্মঘটের ডাক দিয়েছে।
আরোও পড়ুন: AC ওয়েটিং রুম, চোখ ধাঁধানো কারুকাজ! বনগাঁ-নৈহাটি-মধ্যমগ্রাম স্টেশন যেন এক টুকরো বিদেশ
এই ঘটনা ঘিরে বহু জায়গায় শোরগোল দেখা দিয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক রেশন ডিলারের অস্বাভাবিক মৃত্যু হয়। জানা গেছে ওই রেশন ডিলার মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন। জানা গেছে মৃত রেশন ডিলারের নাম সুকুমার দাস। রেশন ডিলারদের সংগঠন দাবি করেছে, ePos মেশিনে খাদ্য সামগ্রী মজুতের হিসাবে অনেক সময় ভুল দেখাচ্ছে।
এর ফলে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তি। সংগঠনের একাংশ দাবি করেছে, ePos মেশিনে গোলযোগ থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন সুকুমার দাস। সেই কারণে সুকুমার দাস আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।খাদ্য দফতরের প্রধান সচিবের কাছে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছে ডিলারদের সংগঠন। ডিলাররা দাবি করেছেন, মেশিনে যদি ভুল তথ্য দেখায় তাহলে সবাই সমস্যায় পড়ছে।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট