বিধ্বংসী আগুনে ছাই ধূপ কারখানা, আগুন নেভাতে ব্যর্থ দমকলের ৬টি ইঞ্জিন, শেষ পুকুরের জলও

বাংলা হান্ট ডেস্ক : বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুকুরে (Daspukur Fire)। এইদিন ধূপকাঠির কারখানায় আগুন লেগে জ্বলে যায় গোটা কারখানা। ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনীর ছ’টি ইঞ্জিন। তবে আগুনের লেলিহান শিখা ততক্ষণে গ্রাস করে নিয়েছে আশপাশের সবকিছু। ছ’টি ইঞ্জিনও ব্যর্থ হয় আগুন নিয়ন্ত্রণ আনতে।

এরপর পাঁচটি মোটর পাম্পও আনা হয়। পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। একটা সময় পুকুরের জল অবধি শেষ হয়ে যায়। তবুও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তদন্তকারী কর্মকর্তারা আগুনের উৎপত্তি খোঁজার চেষ্টা করলেও এখনও স্পষ্টকিছু জানা যায়নি।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রসিকগঞ্জে ধূপের কারখানায়। প্রায় হাজার খানেক মানুষের রুজি রোজগারের জায়গা এই কারখানা। বৃহদাকার এই কারাখানাটির মালিক দাসকুমার দাস। তিনিও দাসপুকুরের বাসিন্দা। ঘটনার আকস্মিকতায় তিনিও হতবাক।

আরও পড়ুন : ‘বিজেপি করার জের, মহিলার উপর তালিবানি অত্যাচার!’, সন্দেশখালির স্মৃতি উস্কে দিনাজপুরে মর্মান্তিক ঘটনা

ঘটনাপ্রসঙ্গে স্থানীয়রা জানাচ্ছেন, কারখানায় আগুন লাগে বুধবার রাতে। ঘড়ির কাঁটা বলছে তখন সময় প্রায় রাত্রি দু’টো। আগুন দেখেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে দু’টি ইঞ্জিন পাঠায় দমকল বিভাগ। তবে দুটি ইঞ্জিনের দ্বারা আগুন নেভানো সম্ভব হয়নি। পরে আরও চারটি ইঞ্জিন আসে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।

আরও পড়ুন : প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা! রাজস্থানের জয়সলমেরে ভেঙে পড়ল তেজস যুদ্ধ বিমান

সারারাতের চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বিভাগ। সর্বশেষ আপডেট বলছে, বুধবার বেলা অবধিও আগুন নেভেনি। পাঁচটি পাম্পের সাহায্যে পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর প্রয়াস করছে দমকল বাহিনী। যদিও তাতেও আগুন থামানো যায়নি। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। ঘটনার আকস্মিকতায় কান্নায় ভেঙে পড়েছে স্থানীয় মানুষজন। কীভাবে তাদের পেটে ভাত জুটবে সেই চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীর।

 

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর