নির্বাচনী বন্ডে টাকার পাহাড়, নাম নেই আদানি-আম্বানির! তালিকার শীর্ষে বিতর্কিত লটারি কিং

বাংলা হান্ট ডেস্ক : নির্বাচন যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে হয় সেই বিষয়টা নিশ্চিত করতেই এক ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, নির্বাচনী বন্ড (Electoral Bond) সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে হবে। সেই নির্দেশ মেনেই ইলেক্টোরাল বা নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে দিল ভারতের নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এই ওয়েবসাইট ঘুরলেই বোঝা যাবে যে, কতগুলি সংস্থা নির্বাচনী বন্ড কিনেছিল এবং কোন রাজনৈতিক দল সেগুলি পাঠিয়েছিল? স্বাভাবিকভাবেই সকলের ধারণা ছিল, এই তালিকায় হয়ত আদানি, আম্বানিদের মত ধনকুবেরদের নাম দেখা যাবে। কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরাও বারংবার ইদানিং, আম্বানির নাম নিয়ে বিজেপিকে তোপ দেগে এসেছে। তবে অবাক করা বিষয় হল, এই তালিকায় আদানি, আম্বানির নামই নেই।

২০১৯-এর এপ্রিল থেকে ২০২৪-এর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোন সংস্থা কত টাকার বন্ড কিনেছে এবং কোন রাজনৈতিক দল কত টাকার বন্ড ভাঙিয়েছে, তার সম্পূর্ণ খতিয়ান নিজেদের ওয়েবসাইটে তুলে ধরেছে নির্বাচন কমিশন। রিপোর্টটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম রিপোর্টে দেওয়া হয়েছে কোন সংস্থা কত টাকার বন্ড কিনেছে। এবং অপর রিপোর্টটিতে বলা হয়েছে রাজনৈতিক দলগুলি কে, কত তারিখে কত টাকার বন্ড খরচ করেছে তার হিসেব।

আরও পড়ুন : ৪২ প্রার্থী ঘোষণার পর নয়া চমক, অভিমানী শান্তনুকেও টিকিট দেবে তৃণমূল, কোন কেন্দ্রে?

যদিও ঠিক কোন কোম্পানি কোন রাজনৈতিক দলের জন্য বন্ড ইস্যু করেছে তা এই রিপোর্ট দেখে বোঝা অসম্ভব। সেই বিষয়টাকে গোপন রাখাই শ্রেয় মনে করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে কোন কোন কোম্পানি বন্ড ইস্যু করেছে তার একটি তালিকা দিয়েছে EC। আর এই তালিকায় রয়েছে ABC India Limited, Acropolis Maintenance Services Private Limited, Arihant Enterprises, Essel Mining and Industries Limited, Megha Engineering and Infrastructure, PHL Fininvest, Piramal Capital and Housing Finance, Renuka Investments, Texport, Gujrat Fluoro Chemicals, Sun Farma, PRL Chemicals, Keventer Foodparks ইত্যাদির মত কোম্পানিগুলি।

আরও পড়ুন : ‘সংখ্যালঘুদের নিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে’, CAA নিয়ে রেগে লাল পাকিস্তান, বয়ান দিল আমেরিকাও

উল্লেখ্য, ১২০৮ কোটি মূল্যের মোট ১২০৮টি বন্ড কিনেছে ‘ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস পিআর’। এরপরেই রয়েছে ‘মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারস’। এই সংস্থাটি মোট ৮২১টি বন্ড কিনেছে যার মূল্য প্রায় ৮২১ কোটি টাকা। অন্যদিকে মোট ৪১০ কোটি টাকার বন্ড কিনেছে ‘কিউইক সাপ্লাই চেইন’। যেখানে ৩৭৭ কোটি টাকার বন্ড কিনেছে ‘হলদিয়া এনার্জি’। বেদান্তু কিনেছে ৩৭৫.৬৫ কোটি টাকার বন্ড।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর