বাংলা হান্ট ডেস্ক: একবার তুমুল বৃষ্টি তো একবার ফাটিয়ে গরম। চৈত্র মাসেই বৈশাখের তাপমাত্রা দক্ষিণবঙ্গে (South Bengal)। গত কিছুদিনে বেশ খানিকটা বেড়েছে তাপমাত্রা। ক্রমশ উর্দ্ধমুখী তাপমাত্রা, আপাতত নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই। ওদিকে এরই মধ্যে ফের একবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)।
শনিবার থেকে ফের চলবে বৃষ্টি। এমনই সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর। আজ থেকেই আবারও ঝড় বৃষ্টির শুরু হবে দক্ষিণে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
এর পাশাপাশি শনিবার থেকে বৃষ্টি হতে পারে, উত্তর ২৪ পরগনায়, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে। এদিন বৃষ্টির পাশাপাশি বইতে পারে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়। এরপর রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও কেরলে। ওদিকে নতুন করে নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অসমের মধ্যে রয়েছে।
পাশাপাশি কর্নাটক থেকে বিদর্ভের মধ্যে অক্ষরেখা অবস্থান করছে। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সব মিলিয়ে অসময়ে বৃষ্টি চলছে।
আরও পড়ুন: ‘২ এপ্রিল আদালতে সশরীরে হাজিরা দিতে হবে’, বিরাট নির্দেশ বিচারপতি সিনহার
এদিকে এবার আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দুদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে যেতে পারে। পশ্চিমের জেলা গুলিতে আরও বাড়তে পারে তাপমাত্রা। এদিকে আজ ও রবিবার, উত্তরবঙ্গের প্রায় সব কয়টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।