মুখস্থ করে পরীক্ষার কথা ভুলে যান! এবার বদলে যাচ্ছে CBSE প্রশ্নের প্যাটার্ন

বাংলাহান্ট ডেস্ক: পরীক্ষা মানেই বহু পরীক্ষার্থীর কাছে আতঙ্ক। পরীক্ষার আগে মন দিয়ে পড়ে বড় বড় প্রশ্নের উত্তর তৈরি করা, উত্তরপত্রে সেগুলি মনে করে ঠিকমতো লিখে আসা। তবে এবার থেকে পরীক্ষার্থীদের আর বড় বড় উত্তর লিখে পরীক্ষায় নম্বর তুলতে হবে না। বদলে দেওয়া হয়েছে পরীক্ষার প্যাটার্ন, প্রশ্নপত্রের ধরন।

এই পরিবর্তনে এসেছে সিবিএসই বোর্ডে। বোর্ড এই পরিবর্তন নিয়ে এসেছে জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০-এর অধীনে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনকে সামনে রেখে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) আধিকারিকরা এই বিষয়ে জানাচ্ছেন, বহু সংখ্যায় দক্ষতা ভিত্তিক প্রশ্ন আসতে চলেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ১১ এবং ১২ তম শ্রেণির পরীক্ষায়।

আরোও পড়ুন : রাজস্থান জয়ে নজির শুভমনের, কিং কোহলির রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গুজরাট ক্যাপ্টেনের

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নির্দেশিকায় জানানো হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বিশ্লেষণী ক্ষমতার প্রশ্ন সংখ্যা বাড়ানো হয়েছে। অন্যদিকে কমানো হয়েছে মুখস্থ করে উত্তর দেওয়ার জ্ঞানভিত্তিক প্রশ্ন। MCQ, কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন, উৎস ভিত্তিক প্রশ্ন বা অন্যান্য অনুরূপ প্রশ্নের সংখ্যা বৃদ্ধি করে ৫০ শতাংশ করা হয়েছে।

madhyamik exam

সংক্ষিপ্ত উত্তর/ দীর্ঘ উত্তর প্রশ্নের সংখ্যা কমিয়ে ৩০ শতাংশে নামানো হয়েছে। সিবিএসই ক্লাস ৯ এবং ১০ এর প্রশ্নপত্রে পরিবর্তন আনা হয়নি। একটি বিজ্ঞপ্তিতে সিবিএসই জানাচ্ছে, রোট লার্নিং সিস্টেম সরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। এই শতাব্দীতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে যাতে সৃজনশীল, পদ্ধতিগত চিন্তা ভাবনার বিকাশ হয় সেই লক্ষ্যেই আমাদের এই সিদ্ধান্ত।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর