বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League) শুরুর আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি একটানা ১০ বছর ধরে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়ে এলেও এবারে পরিবর্তন হয়েছে সেই চিত্রের। কারণ, রোহিতের পরিবর্তে মুম্বাইয়ের অধিনায়কের দায়িত্বে এসেছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)।
এদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদে এহেন পরিবর্তনের পরিপ্রেক্ষিতে IPL-এর শুরু থেকেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে MI-কে। এমনকি, ক্রিকেটপ্রেমীদের একাংশও এই বিষয়টি মেনে নিতে পারেননি। অপরদিকে, খেলার মাঠ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয় হার্দিক পাণ্ডিয়াকে। তবে, এবার একটি অবাক করা বিষয় সামনে এসেছে। সম্প্রতি জানা গিয়েছে যে, রোহিত শর্মা এখন থাকছেন না টিম হোটেলের সাথে। এদিকে, এই বিষয়টি সামনে আসার পরেই স্বাভাবিকভাবেই মুম্বইয়ের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে কি না এই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কি জানিয়েছেন রোহিত: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি রোহিত ইউটিউবের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানেই তিনি তাঁর দলের অন্দরমহলের বিভিন্ন পরিস্থিতির বিষয় উপস্থাপিত করেন। চলতি বছরের IPL-এ যেহেতু তিনি আর অধিনায়কের পদ সামলাচ্ছেন না সেই কারণে রোহিত এখন যথেষ্ট চাপমুক্ত। কারণ, তাঁর দায়িত্ব অনেকটাই কমে গিয়েছে। এর পাশাপাশি, টিম মিটিংয়ে অংশগ্রহণ করার চাপও থাকে না। অর্থাৎ এক কথায়, IPL-এর পূর্বের মরশুমগুলির তুলনায় তিনি অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছেন। আর সেই কারণেই খোলা মনে খেলতে পারছেন তিনি। যেটি স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর পারফরম্যান্সেও। এমতাবস্থায়, ওয়াংখেড়েতে ম্যাচ থাকলে টিম হোটেলের পরিবর্তে আলাদা থাকছেন হিটম্যান।
আরও পড়ুন: মিলবে গরম থেকে মুক্তি! ঘূর্ণাবর্তের দাপটে শনিবার থেকেই ঝড়-বৃষ্টি এই ৫ জেলায়, জানাল হাওয়া অফিস
কেন নিলেন এই সিদ্ধান্ত: এই প্রসঙ্গে রোহিত জানান, “আসলে আমি বাড়িতে থাকছি। মুম্বই ইন্ডিয়ান্স শেষ চার ম্যাচ ওয়াংখেড়েতে খেলেছে। তাই, শুধু টিম মিটিংয়ের এক ঘণ্টা আগে দলের সঙ্গে যোগ দিয়েছি। এটাই আমার ভালো লাগছে। একটু অন্যরকম অভিজ্ঞতা হলেও বিষয়টা মন্দ লাগছে না।” তবে, রোহিতের এহেন মন্তব্যের পর বিভিন্ন জল্পনার উদ্রেক ঘটেছে।
আরও পড়ুন: নজরে চিন, এবার ভারতীয় সেনায় আসছে নয়া ডিভিশন! হবে আরও ভয়ঙ্কর
প্রসঙ্গত উল্লেখ্য যে, রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার IPL জিতলেও এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা। এমনিতেই, তিনি অধিনায়ক না হওয়ার কারণে ক্ষুব্ধ হয়েছেন অনুরাগীদের একাংশ। পাশাপাশি, চলতি মরশুমে MI খুব একটা ছন্দে নেই। ৭ টি ম্যাচের মধ্যে ৪ টিতেই হয়েছে পরাজয়। এমতাবস্থায় সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে রোহিতের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের দলের সঙ্গে না থাকার বিষয়টিতে অনেকেই প্রশ্ন তুলছেন। পাশাপাশি, MI-র সাথে তাঁর দূরত্ব বাড়ছে বলেও মনে করছেন অনেকে। যদিও, ভবিষ্যতই বলে দেবে এহেন অনুমানের আসল উত্তর।