বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে ভোট হচ্ছে। তৃতীয় দফার লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণে নির্বাচন হচ্ছে। সকাল থেকেই মুর্শিদাবাদ থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। এবার যেমন জঙ্গিপুরে বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল (TMC নেতা।
আজ জঙ্গিপুরের ৪৪ নম্বর বুথে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে রঘুনাথগঞ্জ ১ নং ব্লকের তৃণমূল সভাপতি গৌতম ঘোষ বচসা হয়। এরপর তা গড়ায় হাতাহাতি অবধি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের এগিয়ে আসতে হয় বলে খবর। এরপর তাঁরা এসে দু’জনকে সরিয়ে দেন।
জঙ্গিপুরের (Jangipur) বিজেপি প্রার্থী ধনঞ্জয়ের দাবি, বুথ থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়ার পর সেখানে যান তিনি। এদিকে হাতাহাতি প্রসঙ্গে তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরের এজেন্টকে বসতে না দিয়ে ভোট লুট করেছিলেন তৃণমূল কংগ্রেসের ওই নেতা। তবে লোকসভা নির্বাচনে তেমনটা করতে না পেরে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন বলে দাবি করেন ধনঞ্জয়। সেই কারণে এই ‘নাটক’ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনঃ বাম এজেন্টকে মারধর! কলার ধরে টেনে হিঁচড়ে-ভুয়ো এজেন্টকে বের করলেন সেলিম, ধুন্ধুমার!
পদ্ম প্রার্থীর দাবি, তৃণমূল নেতা গৌতম প্রথমে তাঁকে কুরুচিকর ভাষায় গালিগালাজ করেন। সেখান থেকেই শুরু হয় বচসা। সেই সময় তৃণমূল কংগ্রেস নেতা সম্পূর্ণ ঘটনা মোবাইলে রেকর্ড করছিলেন বলে দাবি। এদিকে ধনঞ্জয়ের বিরুদ্ধে আবার তৃণমূল নেতাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।
যদিও বিজেপি প্রার্থীর দাবি, তাঁর ওপর তৃণমূল নেতা চড়াও হয়েছিলেন। ইতিমধ্যেই এই নিয়ে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ধনঞ্জয়। উল্লেখ্য, একসময় বাম-কংগ্রেসের ‘গড়’ হিসেবে পরিচিত ছিল জঙ্গিপুর। তবে উনিশের লোকসভা নির্বাচনে এই আসনে জোড়াফুল ফোটে। চব্বিশের লোকসভা ভোটেও এই আসন ধরে রাখতে মরিয়া তৃণমূল শিবির। অন্যদিকে বিজেপিও এবার জঙ্গিপুরে পদ্ম ফোটাতে মরিয়া। কংগ্রেসের তরফ থেকে আবার এই আসনে দাঁড় করানো হয়েছে মোর্তাজা হোসেন বকুলকে। ত্রিমুখী এই লড়াইয়ে শেষ হাসি কে হাসেন সেটাই এবার দেখার।