বাংলা হান্ট ডেস্কঃ SSC মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি। এরই মাঝে এবার রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলি (Universities Of West Bengal) নিয়েও হাইকোর্টে (Calcutta High Court) উঠল মামলা। আর সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, ‘সব থেকে ভালো রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন’, বৃহস্পতিবার ভরা এজলাসে ঠিক এমনই মন্তব্য করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম (Chief Justice Of Calcutta High Court)।
আসলে গত ১/৪/২৩ তারিখে বিশ্ববিদ্যালয় গুলির জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। যেখানে সাফ নির্দেশ ছিল, অনুমতি ছাড়া মিটিং করা যাবে না, কনভোকেশন করা যাবে না, কোনও উপাচার্য বিদেশে বা কোথাও ঘুরতে যেতে পারবেন না। এদিকে রাজ্যের এই বিজ্ঞপ্তির বিরোধীতা করে কলকাতা হাইকোর্টে মামালা করেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় নামক এক ব্যক্তি।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা আদালতে উঠলে প্রধান বিচারপতির বক্তব্য, ‘রাজ্য স্টেট এডেড বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু নির্দেশিকা দিয়েছে। সেগুলি কোনও রুল নয়। যদি বিশ্ববিদ্যালয়ের যদি এই নির্দেশিকায় অসুবিধা হয় তাহলে তারা আদালতের দ্বারস্থ হতে পারেন।’ পাশাপাশি এদিন মামলাকারীর আবেদনও খারিজ করে দেয় হাইকোর্ট।
আরও পড়ুন: ভেঙে ফেলা হবে ৩৩৩টি বেআইনি নির্মাণ! মালিকরা হাই কোর্টের দ্বারস্থ হতেই বিরাট নির্দেশ বিচারপতির
প্রসঙ্গত, রাজ্য-রাজ্যপাল সংঘাত বর্তমানে তুঙ্গে। বিগত কিছু সময়ে উপচার্য নিয়োগ ঘিরে রাজ্যের সঙ্গে রাজ্যপালের মতের বিভেদ সামনে এসেছে। যেই জল গড়ায় বহুদূর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাস্তবে কার রাশ থাকবে তা নিয়েও তরজা তুঙ্গে। তবে এদিন রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারীর আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।