কংগ্রেস ছাড়বেন অধীর চৌধুরী? মল্লিকার্জুন খাড়্গে বললেন, ‘… বেরিয়ে যেতে পারেন’, ভোটের মাঝেই তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে রাজ্যে কংগ্রেসের ‘হাত’ ধরতে একেবারেই রাজি নয় জোড়াফুল শিবির। ভোটের আবহে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) একাধিকবার আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। অধীরও পাল্টা দিয়েছেন। এই আবহে বহরমপুরের বিদায়ী সাংসদকে নিয়ে কড়া বার্তা দিলেন খোদ কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)।

জাতীয় স্তরে চিত্র যেমনই হোক না কেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস কিংবা বামেদের সঙ্গে কোনও জোটে নেই তৃণমূল। সেই কারণেই তৃণমূল ইন্ডিয়া (I.N.D.I.A) জোটে আছে কিনা এই প্রশ্ন বহুবার দেখা দিয়েছে। সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন মমতা। তৃণমূল সুপ্রিমো জানান, ইন্ডিয়া জোট সরকার তৈরি করলে তৃণমূল কংগ্রেস বাইরে থেকে সবরকম সাহায্য করবে। শনিবার সাংবাদিক বৈঠকে খাড়্গেকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। জবাবে চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি।

কংগ্রেস (Congress) সভাপতি বলেন, ‘উনি জোটে আছে, একথা নিশ্চিত। আর অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস দল রয়েছে, শীর্ষ নেতৃত্ব রয়েছে। আমরা যা সিদ্ধান্ত গ্রহণ করব, সেটাই হবে। আমরা যা বলব, সেটাই মেনে নিতে হবে। কেউ যদি সেটা মানতে না পারে, তাহলে বেরিয়ে যেতে পারেন’।

আরও পড়ুনঃ জুনের গাড়ি ঘিরে ধরলেন মহিলারা, তৃণমূল প্রার্থী বললেন, ‘আমি ইস্তফা দিয়ে চলে যাব!’ 

উল্লেখ্য, সম্প্রতি মমতার বিরুদ্ধে সরব হয়েছিলেন অধীর। কংগ্রেস নেতা বলেছিলেন, দলকে যে শেষ করবে, আমি তাঁকে কোনও রকম খাতির করব না। বহরমপুরের কংগ্রেস প্রার্থী জানান, কোনও ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়, বরং তাঁর এই বিরোধিতা হল নৈতিক বিরোধিতা।

এখানেই না থেমে অধীর বলেন, ‘আমি দলের একজন সৈনিক। আমি কখনওই লড়াই থামাতে পারি না’। অধীরের সেই মন্তব্যের রেশ পুরোপুরি কাটার আগেই এবার কড়া বার্তা দিলেন খাড়্গে। ভোটের আবহে তাঁর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে।

Mallikarjun Kharge Adhir Ranjan Chowdhury

অন্যদিকে সম্প্রতি মমতা যে বলেছিলেন, ইন্ডিয়া জোট সরকার তৈরি করলে বাইরে থেকে সকল প্রকার সাহায্য করবে তৃণমূল, এই প্রসঙ্গে কংগ্রেস প্রেসিডেন্ট বলেন, এই প্রথম নয়, এমনটা আগেও হয়েছে। প্রথম ইউপিএ সরকারের জমানায় বামেরা বাইরে থেকে সমর্থন জুগিয়েছিলেন, সেকথাও উল্লেখ করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর