ডুয়ার্সে ভয়ঙ্কর কাণ্ড, রাতে অন্ধকারে যুবককে নগ্ন করে পিটিয়ে খুন! থমথমে গোটা এলাকা

বাংলা হান্ট ডেস্ক: রাতের অন্ধকারে যুবককে নগ্ন করে গাছে বেঁধে পিটিয়ে খুন করলো একদল যুবক। রবিবার চরম ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের (Dooars) নাগরাকাটার (Nagrakata) কূর্তি চা বাগান এলাকায়। জানা গিয়েছে যুবকের নাম কিষান কুমহার। বছর চব্বিশের ওই  যুবকককে এদিন নির্মমভাবে পিটিয়ে খুন করেছে আট যবক।

মৃত যুবকের পরিবারের  অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৮ জন অভিযুক্তের মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে নাগরাকাটা থানার পুলিশ। খোঁজ চলছে বাকিদেরও। কিন্তু প্রশ্ন হল কিষান কুমারকে কেন এভাবে পিটিয়ে খুন করা হল? এ প্রসঙ্গে মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে এইদিনের ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণা গোয়ালার পুরনো শত্রুতা ছিল।

সেই প্রতিহিংসা থেকেই তাকে তারা খুন করেছে বলে মনে করছে মৃত যুবকের পরিবার। যদিও সত্যিটা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে মৃত যুবকের স্ত্রী রেশমা সাঁওতাল শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই ভগতপুর চা বাগান এলাকায় বাবার বাড়িতে রয়েছেন।

এদিন থানায় গিয়ে কাঁদতে কাঁদতে রেশমা সাঁওতাল জানিয়েছেন অভিযুক্তরা ঐদিন কিষানের খোঁজে প্রথমে ভগতপুর চা বাগানের বাঁশবাড়ি লাইনের তাঁর শ্বশুর বাড়িতে গিয়ে চড়াও হয়েছিল। কিন্তু সেখানে তাকে  না পেয়ে  তারা সোজা গিয়ে চড়াও হয় নাগরাকাটার কূর্তি চা বাগান এলাকায় কিষানের বাড়িতে।

আরও পড়ুন: বিমানে বোমাতঙ্ক, ভয়ে ডানায় চেপে বসলেন যাত্রীরা! দিল্লি এয়ারপোর্টে ভয়ঙ্কর কাণ্ড

এই ঘটনা প্রসঙ্গে কিষানের মা গীতা কুমহার জানিয়েছেন গতরাতে ৮ যুবক গিয়ে চড়াও  হয়েছিল তাদের বাড়িতে। কোনো কথা না শুনেই তারা সোজা  বাড়ির ভিতর ঢুকে পড়ে। এরপর মারতে মারতেই কিষানকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় অভিযুক্তরা। তিনি বাধা দিলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ।  তাই এদিন কিষানের মৃত্যুর জন্য তাঁর পরিবারের তরফে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি তোলা হয়েছে।

Doars

এদিনের ঘটনার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে নাগরাকাটা থানার আইসি ঘটনার নিন্দা করে জানিয়েছেন ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজেও চিরুণি তল্লাশি শুরু হয়েছে। সেইসাথে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর