চুরির অপবাদ, বারুইপুর আশ্রমে পিটিয়ে খুন সপ্তম শ্রেণির ছাত্র! উত্তেজনা গোটা এলাকায়

বাংলা হান্ট ডেস্ক: আরও একবার ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। লোকসভা ভোটের অন্তিম পর্বের আগেই এবার সপ্তম শ্রেণীর এক ছাত্রকে চুরির অপবাদে পিটিয়ে মারার অভিযোগ উঠল বারুইপুরের (Baruipur)একটি আশ্রমের (Ashram) বিরুদ্ধে। জানা যাচ্ছে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারুইপুর (Baruipur) থানা এলাকার উত্তর ভাগে।

মৃতের পরিবারের অভিযোগ আসলে ওই আশ্রমের ভিতরে নানান অসামাজিক কাজকর্ম চলে। তাই ইচ্ছাকৃতভাবে সেদিক থেকে নজর সরাতেই তাদের ছেলের বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ওই আশ্রমের তরফে কনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে খবর মৃত ওই যুবক বারুইপুরের ওই এলাকায় তার মামার বাড়িতে ঘুরতে এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি ওই আশ্রমটিতে ঢুকে জিনিস চুরি করেছিল। তারপর চুরির অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানেই তাকে এমনভাবে মারধর করা হয় যার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

অন্যদিকে ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মৃতের মামা। কিন্তু অভিযোগ তাকেও মারধর করা হয়।এরপর তড়িঘড়ি আহত ওই পড়ুয়াকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। সবমিলিয়ে এদিনের এই ঘটনার পর আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমত ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী। 

আরও পড়ুন: এবার আর রাষ্ট্রপতি ভবন নয়! তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে কোথায় দাঁড়িয়ে শপথ নেবেন মোদী?

তাদের বক্তব্য ওই আশ্রমে বহুদিন ধরেই চলছে নানান অসামাজিক কাজকর্ম। তাই সেই সমস্ত বিষয় ধামাচাপা দেওয়ার জন্যই ইচ্ছাকৃতভাবে ওই যুবকের সাথে এমনটা ঘটানো হয়েছে। সমস্ত ঘটনার বিবরণ দিয়ে ইতিমধ্যেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের মা। অভিযোগ পাওয়ার পর পুলিশ  ইতিমধ্যেই ঘটনার তদন্ত নেমেছে।

baruipur 1

যদিও  এখনও পর্যন্ত ওই ছাত্র মৃত্যুর ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযোগ ওঠার পর থেকেই মুখে কার্যত কুলুপ এঁটেছেন আশ্রম কর্তৃপক্ষ। এমনকি তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা এবিষয়ে কিছুই বলতে চাননি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর