তৃণমূলে ভোট দিলে মিলবে মুড়ি-ছোলা- বাতাসা

বাংলাHunt : গণতন্ত্রের সব থেকে বড় উৎসব লোকসভা নির্বাচন ইতিমধ্যে চলছে। শেষ দফার ভোটে আগে ফের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেন বিজেপি। জয়নগরে বাসন্তী বিধানসভা কেন্দ্রের যদি কোন ভোটার তৃণমূলের হয়ে ভোট দেয় তাহলে তাদেরকে ছোলা মুড়ি ও বাতাসে দেওয়া হবে এমনই অভিযোগ করলেন বিরোধীরা। তাদের দাবি ভোটারদের প্রভাবিত করা হয়ছে।
d1f79 img 20190519 wa0003
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এরকম কোন বিষয় নয়, তাদের পোলিং এজেন্ট এবং বুথের কিছু কর্মীদের জন্য এ খাবারের আয়োজন করা হয়েছে।
নির্বাচন কমিশন ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে সেখানে কেন্দ্র বাহিনী দিয়ে ভোটার কে প্রভাবিত করা হয়ছে। নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে সূত্র জানাচ্ছে।

সম্পর্কিত খবর