নির্বাচনে ফলপ্রকাশের দিন রক্তাক্ত শেয়ার বাজার! ৫,০০০-এর বেশি নামল সেনসেক্স, মাথায় হাত বিনিয়োগকারীদের

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা সামনে আসার পর একদিন আগেই অর্থাৎ গত সোমবার শেয়ার বাজারে (Share Market) রীতিমতো উঠেছিল ঝড়। কিন্তু, ঠিক তার পরের দিনই ঘটলো বিশাল পতন। শুধু তাই নয়, রীতিমতো হাহাকার দেখা গিয়েছে বাজারে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে BSE সেনসেক্স ৫,০০০ পয়েন্টের বেশি পড়ে গেছে। এমতাবস্থায়, BSE সেনসেক্স বিশাল পতনের সাথে ৭১,৪৮৭ স্তরে ট্রেড করেছিল।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, BSE সেনসেক্স আজ সকালে পতনের সাথে ৭৬,২৮৫.৭৮ স্তরে খুলে ছিল। এরপর ক্রমশ ব্যাপক পতন পরিলক্ষিত হয়। এদিকে, সেনসেক্সের পাশাপাশি নিফটিতেও পতন লক্ষ্য করা যাচ্ছে। নিফটি ১,৫০০ পয়েন্টের বেশি কমেছে এবং সেটি একটা সময়ে ২১,৬৬৩.৭৫ স্তরে পৌঁছে যায়। মূলত, নির্বাচনের ফলাফলের দিন শেয়ার বাজারে ব্যাপক দরপতন পরিলক্ষিত হয়েছে।

On the day of the election results, there was a big fall in the Share market.কোম্পানিগুলি কোটি কোটি টাকা লোকসান করেছে: এদিকে, এরপরেও সেনসেক্স ও নিফটির পতন অব্যাহত রয়েছে। আজ আদানি গ্রুপের শেয়ারেও ব্যাপক পতন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে, ভারতীয় এয়ারটেলের শেয়ার ৭ শতাংশ, টাটা মোটরস ৫ শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক ৬ শতাংশ, মারুতি ২ শতাংশ এবং আইটিসির শেয়ারে ৩ শতাংশের বেশি পতন ঘটেছে।

আরও পড়ুন: “পাবলিসিটি স্টান্ট”, ডিভোর্সের গুজব ছড়িয়ে খারাপ পারফরম্যান্স আড়াল হার্দিকের? ফাঁস আসল ষড়যন্ত্র

লাফিয়ে কমল মার্কেট ক্যাপ: এদিকে, শেয়ার বাজারের রেকর্ড পতনের মধ্যে কোম্পানিগুলি কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছে। আজ ট্রেড করার সময়ে BSE-তে তালিকাভুক্ত সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ ২১.৫ লক্ষ কোটি টাকা কমে ৪০৪.৪২ লক্ষ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুন: ক্রিকেটের ইতিহাসে প্রথমবার! T20 বিশ্বকাপে মালামাল হবে দলগুলি, প্রাইজ মানির ঘোষণা করল ICC

আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে ব্যাপক পতন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভারতীয় ধনকুবের গৌতম আদানির আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে ব্যাপক পতন লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার বাজারে রেকর্ড পতনের মধ্যে আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার ট্রেড হচ্ছে লাল রঙে। আজ আদানি গ্রিনের শেয়ার ১৮ শতাংশ কমে ১,৬৫২ টাকার স্তরে পৌঁছেছে। পাশাপাশি, আদানি পাওয়ারের শেয়ারে ১৮ শতাংশ, আদানি পোর্টে ২৪.৫ শতাংশ, আদানি এন্টারপ্রাইজে ২০ শতাংশ, আদানি উইলমারে ১০ শতাংশ, আদানি টোটাল গ্যাসে ১৮ শতাংশ, অম্বুজা সিমেন্টে ২০ শতাংশ এবং এনডিটিভির শেয়ার ১৮ শতাংশের বেশি পতন ঘটেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর