জনপ্রিয়তা পেয়েও হর গৌরী পাইস হোটেল ছাড়ছেন ‘শঙ্কর’! নিজেই কারণ জানালেন রাহুল, নতুন নায়ক কে?

বাংলা হান্ট ডেস্ক: টেলিভিশনের পর্দা সম্প্রচারিত এক ঝাঁক নতুন সিরিয়ালের ভিড়েও শুরু থেকেই দর্শকমহলে  ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে মধ্যবিত্ত বাঙালি পরিবারের মোড়কে তৈরি স্টার জলসার (Star Jalsha) ‘হরগৌরী পাইলস হোটেল’ (Horogouri Pice Hotel)। দেখতে প্রায় ২ বছর হতে চলল এই সিরিয়ালের বয়স। সেই ২০২২ সালের শেষের দিকেই শুরু হয়েছিল যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের এই মেগা সিরিয়াল। টিআরপি তালিকাতেও শুরু থেকেই ভালো স্কোর করে চলেছে এই মেগা।

পর্দায় প্রধান নায়ক শংকর (Shankar) এবং প্রধান নায়িকা ঐশানির ভূমিকায় রাহুল-শুভস্মিতা জুটিকে দুহাত ভরে ভালোবাসা দিয়েছেন দর্শকরাও। চলতি মাসেই দেখতে দেখতে ৫০০ পর্ব ছুঁয়ে ফেলেছে এই মেগা। তবে এসবের মধ্যেই এই সিরিয়ালের অনুরাগীদের জন্য এসে গেল মন খারাপের খবর। শোনা যাচ্ছে আগামী দিনে এই ধারাবাহিকে আর দেখা যাবে না শংকর-ঐশানির চরিত্র। গল্পের প্রয়োজনেই আগামী দিনে শেষ করে দেওয়া হবে তাঁদের চরিত্র দুটি।

জানা যাচ্ছে আগামী দিনে আরও  একবার লীপ নিতে চলেছে হরগৌরী পাইলস হোটেল।  আর তখনই ধারাবাহিকের মৃত দেখানো হবে শংকর-ঐশানিকে। মাঝপথে সিরিয়াল ছাড়ার প্রসঙ্গে সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলায় মুখ খুলে ছিলেন শংকর অভিনেতা রাহুল মজুমদার (Rahul Mazumdar)। সেখানে তিনি জানিয়েছেন,’আমি জীবনে অনেক সিরিয়াল করেছি।  তবে হরগৌরী পাইস হোটেল আমার মনের খুব কাছের। আর শংকর চরিত্রটাও। তবে চিত্রনাট্যের স্বার্থেই ১৫ বছর এগেবো গল্প। আর এখনই আমি বয়স্ক বাবার চরিত্রে অভিনয় করতে চাই না’।

রাহুলের এই বয়স্ক শংকরের চরিত্রে অভিনয় করতে না চাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে প্রযোজনা সংস্থাও। এদিন হরগৌরী পায়েস হোটেল সিরিয়ালে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে রাহুল জানান,’দারুণ অভিজ্ঞতা। ভাষায় বলতে পারব না। শঙ্কর চরিত্রটা আজীবন আমার সঙ্গে থাকব। খুবই মিস করব। তবে আরও বেশ কয়েকদিন আমার শ্যুটিং বাকি রয়েছে। যিশুদা আর নীলাঞ্জনাদির তো কোনও তুলনাই হয় না, প্রযোজক হিসাবে। ওঁনারা যেভাবে সবাইকে আগলে রাখেন’।

 আরও পড়ুন: ‘পঞ্চায়েত’ সিরিজের ‘বনরাকস’ আসলে কে জানেন? একসময় বাধ্য হয়ে অভিনয় করেছেন পর্ন ফিল্মেও

জানা যাচ্ছে আগামী দিনে এই ধারাবাহিকের গল্প এগোবে ঐশানির  মেয়ে ধৃতিকে কেন্দ্র করে। আর এই ধৃতির চরিত্রে আগামী দিনে অভিনয় করবেন শুভস্মিতাই। অর্থাৎ রাহুল সিরিয়াল ছাড়লেও এখনও এই ধারাবাহিকে দেখা যাবে শুভস্মিতাকে। তবে আগামীদিনের ধৃতি চরিত্রের বিপরীতে শুভস্মিতার নায়কের ভূমিকায় কে থাকবেন তা নিয়েই তৈরি হয়েছে নতুন জল্পনা।

Horogouri

মাঝে শোনা গিয়েছিল এই সিরিয়ালের নতুন নায়ক হয়ে আসতে চলেছেন জি বাংলার রাঙা বউ খ্যাত জনপ্রিয় অভিনেতা গৌরব চৌধুরী। যদিও জানা গিয়েছে এই খবর সঠিক নয়। তাই ধৃতি চরিত্রের বিপরীতে প্রধান নায়ক কে হবেন তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর