বাংলা হান্ট ডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা থেকে জয়ী হয়েছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। নির্বাচনের প্রচারের সময়ে তাঁর হয়ে প্রচার করতে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যেখানে তিনি সবার উদ্দেশ্যে জানিয়েছিলেন যে সৌমিত্রকে ভোটে নির্বাচিত করে যাতে দিল্লিতে পাঠানো হয়। আর প্রধানমন্ত্রীর সেই ইচ্ছেই পূরণ করেছেন সৌমিত্র।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিষ্ণুপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে ৫,৫৬৭ ভোটে হারিয়েছেন সৌমিত্র খাঁ। এমতাবস্থায়, তৃতীয় বার সাংসদ নির্বাচিত হলেন তিনি। আর এর মাধ্যমেই সৌমিত্র গড়ে ফেলেছেন এক বিরাট নজির। মূলত, রাজ্যে আর কোনো বিজেপি সাংসদ ৩ বার সাংসদ নির্বাচিত হননি।
ঠিক এই আবহেই সৌমিত্রের একটি ফেসবুক পোস্ট ইতিমধ্যেই নজর কেড়েছে। যেটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেও। মূলত, শনিবার রাতে তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন। যেখানে নরেন্দ্র মোদীর সাথে তাঁকে দেখা গিয়েছে। পাশাপাশি, ওই ছবিতে প্রধানমন্ত্রীকে মা সারদার ছবি উপহার দিতে দেখা যাচ্ছে তাঁকে। মূলত, প্রধানমন্ত্রী যখন লোকসভা নির্বাচনের আগে সৌমিত্রর হয়ে প্রচারে এসেছিলেন সেই সময়েই তিনি প্রধানমন্ত্রীকে মা সারদার ছবি উপহার দেন।
আরও পড়ুন: “ভারতের পাশাপাশি পাকিস্তানের জন্যও ভালো প্রধানমন্ত্রী মোদী”, প্রশংসায় পঞ্চমুখ পাক ব্যবসায়ী
সৌমিত্রর ফেসবুক পোস্ট: এদিকে, সৌমিত্র তাঁর ওই ফেসবুক পোস্টে জানিয়েছেন, “যাঁরা মিথ্যে প্রেক্ষাপট তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাঁদের উদ্দেশ্যে জানাতে চাই আমি ছিলাম পার্লামেন্টের প্রথম সদস্য যে ২০১৯ সালের ৯ জানুয়ারি দলের সমস্ত সাংগঠনিক অবস্থান ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল। তারপর থেকে আমি দলের জন্য এক নিষ্ঠাবান কর্মী এবং শ্রী নরেন্দ্র মোদীজীর নির্দেশ ও নেতৃত্বে আমি কাজ করেছি।”
আরও পড়ুন: মালব্যের জন্য সুন্দরী সরবরাহের ভুয়ো অভিযোগ! অমিতের পাল্টা তীরে বিপাকে শান্তনু সিনহা
পাশাপাশি, তিনি আরও জানান যে, “আমার যোগদানের পর থেকে কিছু জন আমাকে বিক্রি করার চেষ্টা করেছেন। কিন্তু, যাঁরা পর্দার আড়ালে এই খেলাটি খেলছেন তাঁদের জন্য আমি বলতে চাই যে, সৌমিত্র খাঁ কখনই বিক্রি হবে না এবং রক্তের শেষ বিন্দু পর্যন্ত বাংলার মানুষের জন্য লড়াই করে যাবে। আমি বিজেপির সাথে রয়েছি এবং শ্রী নরেন্দ্র মোদীজীর নেতৃত্বে মানুষের সেবা করতে থাকব। যাতে আমরা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে পারি।”