গ্রেফতার হতে পারে অর্জুন সিং!

 

বাংলা হান্ট ডেস্কঃ গত রোববার সপ্তম দফায় সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। ২৩ তারিখ ফলাফল। ফলাফলের আগেই ফের শিরোনামে বাংলা।নির্বাচনের সময় বাংলায় দফায় দফায় অশান্তির কথা শোনা গিয়েছে, তার মধ্যে অন্যতম হলো এবং উল্লেখযোগ্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্র।

দল ত্যাগ করে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা অর্জুন সিং এবং তৃণমূলের উপ-নির্বাচন প্রার্থীঃ মদন মিত্র মুখোমুখি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে ১৪৪নং ধারা জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য।

cb5d3 img 20190521 193335

সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অর্জুন সিং কে গ্রেফতার করার। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অর্জুন সিং জিতবে। পোলিং বুথ গুলিতে ভালভাবে নজর রাখতে। তৃণমূলের পক্ষ থেকে ঘর বন্দী করার পরিকল্পনা করা হচ্ছে অর্জুন সিং কে। কিন্তু তৃণমূল নেতৃত্ব তা মানতে নারাজ।

সম্পর্কিত খবর