বৈষ্ণো দেবীর পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলা! ক্ষোভ প্রকাশ পাক ক্রিকেটারের, নেপথ্যে স্ত্রী?

বাংলা হান্ট ডেস্ক: রবিবার জম্মু-কাশ্মীরের (Jammu kashmir) রিয়াসি জেলায় বৈষ্ণো দেবীর (Vaishno Devi) মন্দিরগামী একটি বাসের পুণ্যার্থীদের ওপর জঙ্গি হামলার (Terrorist Attack) ঘটনায় প্রাণ গিয়েছে ৯ জনের এবং আহত হয়েছেন ৪১ জন। রবিবার সন্ধ্যা ছ’টা নাগাদ জম্মুর শিবখড়ি মন্দির থেকে কাটরায় বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিল পুণ্যার্থীদের সেই বাস। কিন্তু বাস ছাড়ার প্রায় ২০ মিনিটের মধ্যেই সেই বাস ঘিরে ধরে মুখোশে মুখ ঢাকা একদল বন্দুকধারী জঙ্গি।

বাস ঘিরে ধরার পর বাসে থাকা পুণ্যার্থীদের লক্ষ্য করেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই জঙ্গি বাহিনী। এমন সময় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ি চালক।  আর সেই সময় বাস পড়ে যায় খাদে। ইতিমধ্যেই ভূস্বর্গের এই রক্তক্ষয়ী জঙ্গি হামলার দায়ের স্বীকার করে নিয়েছে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন। এরইমধ্যে এদিনের এই জঙ্গি হামলার তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার (Pak Cricketer) হাসান আলি (Hassan Ali)।

এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি ভারতে ঘটে যাওয়া জঙ্গি হামলার কড়া সমালোচনা করেছেন। তিনি ওই পোস্ট করার পরেই কার্যত শোরগোল পড়ে যায় চারদিকে। আসলে হাসান সম্পর্কে ভারতের জামাই হন। ভারতের হরিয়ানার বাসিন্দা সামিয়া আরজু হাসানের স্ত্রী। ২০১৯ সালে বিয়ে হয়েছিল তাঁদের। সম্ভবত সেই সূত্রেই এদিন পুণ্যার্থী বোঝাই বৈষ্ণো দেবীর মন্দিরগামী বসে এই সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন হাসান। ইনস্টা স্টোরিতে একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বৈষ্ণো দেবীর হামলার দিকে সকলেরই দৃষ্টি রয়েছে।’

আরও পড়ুন: Jio-র থেকেও ফাস্ট! দুরন্ত গতির ইন্টারনেট আনছে টাটা গ্রুপ, চুক্তি ১৫ হাজার কোটির

এছাড়াও ওই জঙ্গি হামলা প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডলে একটি বার্তা দিয়ে হাসান লিখেছেন, ‘সন্ত্রাস/হিংসা একটি গুরুতর বিষয়, তা যে কোনও জাতি বা ধর্মের বিরুদ্ধেই হোক না কেন। তাই আমি এটি শেয়ার করেছি। আমি সব সময়েই শান্তির পক্ষেই থাকি। আমি সব সময়ে গাজায় হামলার নিন্দা জানিয়েছি এবং যেখানেই নিরীহ মানুষের উপর হামলা হচ্ছে, সেখানেই আমি প্রতিবাদ জানাব। প্রতিটি মানুষের জীবন গুরুত্বপূর্ণ। গোয়াদরে যারা প্রাণ হারিয়েছেন, আল্লাহ তাদের জন্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।’

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই জঙ্গি হামলার তদন্তভার তুলে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআই-র ওপর। ইতিমধ্যেই তদন্ত আধিকারিকরা গোটা এলাকা পরিদর্শন করেছেন। এছাড়া প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনা অনুযায়ী তৈরি করা হয়েছে জঙ্গিদের স্কেচ-ও। এবার তাদের খুঁজে বার করার জন্য ড্রোন নিয়ে শুরু হয়েছে তল্লাশি। এছাড়াও এদিনের এই অভিযানে যোগ দিয়েছেন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)-র একটি দলও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর