বিপজ্জনক পরিস্থিতি উত্তরে, আজ থেকে টানা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গও: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গে তাণ্ডব চালাচ্ছে বৃষ্টি। টানা বৃষ্টিপাতের (Rainfall) জেরে দুর্যোগপূর্ণ অবস্থা উত্তরের একাধিক জেলায়। দিনভর তুমুল বৃষ্টি, থামার নাম নেই, এককথায় বিপর্যস্ত জনজীবন। ওদিকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) গরম ও আপেক্ষিক আর্দ্রতার জেরে চরমে অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। যার জেরে ভিজবে দক্ষিণবঙ্গও।

আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি।

আজ বৃষ্টির সম্ভবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। ভিজতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকাও। মঙ্গল ও বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

গতকালের মতো আজও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। বিকেলের পর থেকে কমবে তাপমাত্রা। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

weather 44

আরও পড়ুন:কাল হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চড়া! আর কর্মক্ষেত্রে পৌঁছতে পারলেন না মালদার আবগারি এসআই

উত্তরবঙ্গের একের পর এক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। আজ ও আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর