বাংলা হান্ট ডেস্ক: শীঘ্রই কী বর্ষার (Monsoon) স্পেল শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)? এমনই আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবার বৃষ্টি বাড়বে। সাথে অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। পাশাপাশি এবার গতিও পেয়েছে। দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত প্রবেশ করেছে বর্ষা। ওদিকে উত্তরপূর্ব এবং পূর্ব বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তরের অনুমান এর থেকে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। যার জেরে মাসের শেষের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। যদিও এখনও এই নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি সম্ভাবনা নেই।
কলকাতা এখনও প্রায় বৃষ্টিহীন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জুলাই মাসের শুরুতেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে শহরে। আগামীকাল হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে তিলোত্তমায় বাড়তে পারে বৃষ্টি। আজ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া এই সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ২০১৪ সালের পর ২২-এও একই কাণ্ড! প্রাথমিক TET নিয়ে এবার বিরাট পদক্ষেপের পথে হাইকোর্ট
উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ,জলপাইগুড়ি এই ৫ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ২৮ জুন পর্যন্ত। জারি হয়েছে সতর্কতা। ওদিকে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।