‘চিত্ত সেথাই ভয় শূণ্য, উচ্চ যেথায় শির”:বাবুল সুপ্রিয়

Live update :-

বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এখনও অবধি এগিয়ে থাকার সুবাদে বলে বসলেন-” চিত্ত সেথাই ভয় শূণ্য। উচ্চ যেথায় শির”

 

বাংলা হান্ট ডেস্ক :- এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় তার প্রতিদ্বন্দ্বী মুনমুন সেনের থেকে ৫৮ হাজার ভোটে এগিয়।

de4bf img 20190523 wa0059

এক সর্বভারতীয় সংবাদ সংস্থা তে উনি বলেন-”রিগিং প্রচন্ড হয়েছে। অনেক জায়গাতে তৃণমূল বোমা, গুলিও চালিয়েছে। তাই মানুষ আমাদের পাশে রয়েছেন, সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের ওই লাইনটা আমি পাল্টে বলছি- চিত্ত সেথাই ভয়শুণ্য, উচ্চ যেথায় শির”।

সম্পর্কিত খবর