নোকিয়ার দারুণ গিফ্ট! ভারতে লঞ্চ হল Nokia 235 এবং 225 4G কিপ্যাড ফোন, দাম কত জানেন?

বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে মোবাইল ছাড়া গোটা দিনটাই থাকে অসম্পূর্ণ। ভারতে নোকিয়ার ফোন (Nokia Mobile) বরাবরই খুবই জনপ্রিয়। কম দামে টেকসই হওয়ার কারণে সারা বিশ্বজুড়ে নোকিয়া ডিভাইসগুলি অন্যতম সেরা বিকল্প। এবার নোকিয়ার এই মোবাইলের তালিকায় যুক্ত হল আরও দুটি বিকল্প। লঞ্চ হল Nokia 235 এবং 225 4G।

নোকিয়ার এই মোবাইলের তালিকায় যুক্ত হল আরো দুটি বিকল্প। লঞ্চ করা হলো নোকিয়া ২৩৫ এবং নোকিয়া ২২৫ 4G। এই নোকিয়া মোবাইলে পাওয়া যাবে ইউনিক প্রসেসর 2.8 ইঞ্চি আই পি এস ডিসপ্লে এবং ১৪৫০ মেগা হার্ট রিমুভাল ব্যাটারি।

নোকিয়া 235, 225 4G ফোনের দাম কত?

জানা হয়েছে নোকিয়ার যে নতুন  235 4G ফোন লঞ্চ করা হয়েছে তার দাম রাখা হয়েছে ৩,৭৪৯ টাকা। এই মোবাইলটি বর্তমানে পাওয়া যাচ্ছে – নীল, কালো এবং বেগুনি রঙে। অন্যদিকে নোকিয়া 220 4G ফোনের দাম 3,249 টাকা। এই মোবাইলেও দুটি কালোর অপশন পাওয়া যাবে। অনলাইন-অফলাইন দু’ই মাধ্যম থেকেই এই মোবাইল কেনা যাবে। জানা যাচ্ছে অনলাইনে HMD-এর অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এই নোকিয়া মোবাইল অর্ডার করা যাবে।

আরও পড়ুন: স্পিকার নির্বাচনের আগেই ঘুরে গেল ‘খেলা’! INDIA নয়, NDA-কে সমর্থন এই দলের! তোলপাড়

নোকিয়া 235, 225 4G ফোনের ফিচার্স

নোকিয়ার দুই মোবাইলেই রয়েছে 2.8 ইঞ্চি QVGA ডিসপ্লে। এছাড়া 4G কানেক্টিভিটিযুক্ত ফিচার ফোনগুলিতে রয়েছে Unisoc T107 প্রসেসর। স্টোরেজের কথা বলতে গেলে নোকিয়ার এই  235 4G মডেলে 64 জিবি এবং নোকিয়া 220 4G মডেলে 128 জিবি ব়্যাম পাওয়া যাবে। এই মোবাইলের স্টোরেজ 32 জিবি হলেও মাইক্রো SD কার্ড দিয়ে তা বাড়ানো যাবে।

নোকিয়ার S30+ অপারেটিং সফটওয়্যার দিয়েই এই দুই কিপ্যাড ফোন কাজ করবে। নোকিয়া 235 4G মডেলে পাওয়া যাবে 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সঙ্গে LED ফ্ল্যাশ। তবে নোকিয়া 220 4G-তে কোনও ব্যাক ক্যামেরা নেই।

Nokia 2

জানা যাচ্ছে নোকিয়ার  235 4G মডেলে স্ক্যান ও পে ইউপিআই করার সুবিধা পাওয়া যাবে। তবে নোকিয়া 220 4G-তে মিলবে আলাদা করে ইউপিআই অ্যাপ। নোকিয়ার এই দুই কিপ্যাড ফোনেই পাওয়া যাবে 3.5 এমএম অডিয়ো জ্যাক, MP3 প্লেয়ার এবং এফএম রেডিও সাপোর্ট। এছাড়া দুই ফিচার ফোনেই 1,450mAh ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে। এই দুই মোবাইল এক চার্জে 9.8 ঘণ্টা পর্যন্ত চলবে। সব মিলিয়ে কম দামে নোকিয়ার এই দুই মোবাইল সেরা বিকল্প হতে পারে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর