দুর্দান্ত খবর! এবার সস্তায় পাবেন প্রচুর ডেটা! Jio-Airtel কে খেল দেখাবে BSNL’র এই প্ল্যান

বাংলাহান্ট ডেস্ক : জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Bharti Airtel) থেকে শুরু করে ভোডাফোন আইডিয়া, একের পর এক প্ল্যান গুলিতে রিচার্জের দাম বৃদ্ধি করেছে। তবে এবার বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) এমন এক উদ্যোগ গ্রহণ করল, তাতে খুশি বিএসএনএলের গ্রাহকরা।

রিচার্জ এর দাম তারা বৃদ্ধি করেনি। তার পরিবর্তে একটি রিচার্জ প্ল্যানে ডেটার পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএনএল। ১০৫ দিনের ভ্যালিডিটি যুক্ত ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানে বিএসএনএল যা ডেটা দিচ্ছে তা শুনলেও হতবাক হবেন আপনিও। জিও কিংবা এয়ারটেলের প্ল্যানের থেকে অতিরিক্ত ডাটা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পানি।

আরোও পড়ুন : প্রথম চেষ্টাতেই বাজিমাত UPSC’তে! লোকসভার স্পিকারের IAS কন্যাকে নিয়ে এখন চর্চা তুঙ্গে

বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় অফলাইন থাকতে কেউই পছন্দ করেন না। সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন কাজে ইন্টারনেটের প্রয়োজন রয়েছে। সেই কথা মাথায় রেখে ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গে ৩ জিবি ডেটা অতিরিক্ত দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএসএনএল। ৬৬৬ টাকা রিচার্জ প্ল্যানে প্রতিদিন দুই জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল সহ ১০০ টি এসএমএস পাবেন।

আরোও পড়ুন : DA না বাড়লেও ফের নয়া ছুটি, কবে মিলবে? বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

এটি হলো প্রিপেইড রিচার্জ প্ল্যান। যারা এই রিচার্জ করেছেন তাদের অতিরিক্ত ৩ জিবি ডাটা দেবে বিএসএনএল। এই অফারটি পাওয়া যাবে বিএসএনএল সেলস কেয়ার অ্যাপ এর মাধ্যমে। এক্স হ্যান্ডেলে বিএসএনএল এর পক্ষ থেকে পোস্ট করে জানানো হয়েছে একথা। তবে শুধুমাত্র ৬৬৬ টাকা রিচার্জেই নয়, তার পাশাপাশি ১৫৩ টাকা রিচার্জ প্ল্যানে ২৬ জিবি ডেটা পাবেন গ্রাহকরা।

bsnl

থাকছে আনলিমিটেড ভয়েস কল, ১০০ টি এসএমএস। প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন।উল্লেখ্য, বর্তমানে BSNL 4G পরিষেবা দিতে উঠে পড়ে লেগেছে। যদিও এয়ারটেল কিংবা জিওর তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে এই সংস্থা। তবে হাল ছাড়তে চাইছে না তারা। চলতি বছরে আগস্ট মাস থেকে 4G পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে এই টেলিকম সংস্থা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর