বাংলাহান্ট ডেস্ক : পর্যটকদের কাছে সান্দাকফু অত্যন্ত প্রিয় একটি পাহাড়ি জায়গা। গরমের উষ্ণ আবহাওয়া থেকে বাঁচতে কয়েকটা দিন অনেকেই কাটিয়ে আসেন পাহাড়ের কোল থেকে। ১১৯৩০ ফুট উচ্চতায় অবস্থিত সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। দার্জিলিং-এর পর্যটকদের অনেকেই ট্রেকিং করে বা গাড়ি ভাড়া করে চলে আসেন এখানে।
তবে পাহাড়ের দুর্গম পরিবেশের সাথে অনেকেই মানিয়ে উঠতে পারছেন না। তারফলে বহু পর্যটক অসুস্থ হয়ে পড়ছেন। আর সমস্যাটা ঠিক এখানেই। সম্প্রতি তিনজন পর্যটক মারা গেছেন পাহাড়ে ঘুরতে এসে। এই মৃত্যু নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। উদ্বেগ প্রকাশ করা হয়েছে জিটিএ’র (Gorkhaland Territorial Administration) পক্ষ থেকেও।
আরোও পড়ুন :রাজধানী হয়ে যাবে মরুভূমি! প্রকাশ্যে এল এক ভয় ধরানো কারণ, উদ্বেগ বাড়াল হাইকোর্টের তথ্য
তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পর্যটকেরা সান্দাকফু (Sandakphu) আসবেন তাদের দেখাতে হবে ফিটনেস সার্টিফিকেট (Fitness Certificate)। যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি এই নিয়ম চালু করা হবে। জিটিএ’র অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের চিফ কো-অর্ডিনেটর সোনম ভুটিয়া মুখ খুলেছেন।
আরোও পড়ুন : জুনে মিলবে টানা ছুটি! দেখুন পশ্চিমবঙ্গ সরকারের ভ্যাকেশন লিস্ট, ঘুরতে যেতে পারবেন সহজেই
তিনি জানিয়েছেন, আমরা চিন্তাভাবনা শুরু করেছি পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যাপারে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনুমতি মিললে এই ব্যাপারটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোনম ভুটিয়া আরো বলছেন, পর্যটকেরা যদি নিজেরাই স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে আসেন তাহলে আরো ভালো হয়।
রাজ্য সরকারের তরফে সবুজ সংকেত মিললে একটি কেন্দ্র খোলা হবে ওই জায়গায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন ওই পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার আগে অবশ্যই করা উচিত ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি। বুকের এক্সরে ও পিএফটি করা প্রয়োজন ফুসফুসের অবস্থা জানার জন্য। এছাড়াও জানতে হবে রক্তের লোহিত কণিকা, সুগারের পরিমাণ।