বাংলা হান্ট ডেস্ক: এবার বৃষ্টিতে ভাসবে বঙ্গ। স্পষ্ট ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর (Weather Office)। জানা যাচ্ছে, পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপরে যে ঘূর্ণাবর্ত তৈরী হয়েছিল তা বর্তমানে পশ্চিমবঙ্গের হিমালয় ঘেঁষা জেলাগুলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উপরে রয়েছে। আবার একটি অক্ষরেখা রয়েছে উত্তর পঞ্জাব থেকে উত্তর হরিয়ানা, উত্তরপ্রদেশের উত্তরের এলাকা এবং উত্তর বিহারের উপর দিয়ে মিজোরাম পর্যন্ত। এই দুইয়ের জোড়া প্রভাবেই এবার কাঁপবে রাজ্য।
কোথায় কোথায় ভারী বর্ষণ? আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বৃষ্টি হবে দক্ষিণেও (South Bengal Weather)। আজ সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে গোটা দক্ষিণবঙ্গেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে।
বুধবার ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরপর আগামীকাল বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শুক্রবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছেই। মাঝে দুদিন বিরামের পর এবার ফের শুরু হয়েছে বর্ষণ। আগামী ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরের জেলায় জেলায়।
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে বিচারপতি পদের জন্য ৮ আইনজীবীর নাম গেল সুপ্রিম কোর্টে, তালিকায় কারা?
আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। উত্তরের উপরের এই পাঁচ জেলায়। জারি হয়েছে কমলা সতর্কর্তা। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলবে। বুধবার ও বৃহস্পতিবারও একই রকম থাকবে আবহাওয়া। উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ে নেমেছে ধস। তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদীতে জলস্তর বিপদসীমার ওপরে পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে।